গণআওয়াজ হাইলাকান্দি : দল থেকে বহিষ্কার হলেন কৃষক মুক্তি সংগ্রাম সমিতির হাইলাকান্দি জেলা সভাপতি শরিফ উদ্দিন মাঝারভূইয়া।
কৃষক মুক্তির সংবিধান, নীতি-আদর্শ অবমাননা করে বিজেপি নেতাদের সঙ্গে গোপন বৈঠক করেছিলেন শরিফ।
এরপরই তাৎক্ষণিকভাবে বুধবার এক নির্দেশে শরিফকে বহিষ্কার করেন কেন্দ্রীয় সভাপতি রাজু বরা ও দেবেন শর্মা।
এদিকে, সরিফকে বহিষ্কারের পর বুধবার হাইলাকান্দির এক অভিজাত হোটেলে কৃষক মুক্তির হাইলাকান্দি জেলা সমিতির এক বর্ধিত কার্যনির্বাহক সভা অনুষ্ঠিত হয়।
এই সভায় কৃষক মুক্তির ভারপ্রাপ্ত জেলা সভাপতি হিসাবে বর্তমান কার্যকরী সভাপতি হিমাংশু গোস্বামীকে মনোনীত করা হয়।
সভার পর সাংবাদিক সম্মেলন করে কৃষক মুক্তির জেলা সমিতির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন লস্কর ও আমির হোসেন মজুমদার এই খবর জানান।
তারা বলেন, বিজেপি সরকারের সময়ে দেশের সংবিধান ও গণতন্ত্র সংকটে।
এই সময়ে কোনো দেশপ্রেমী মানুষ বিজেপিকে সমর্থন করতে পারেনা, কিন্তু ফরিদ করেছেন।
ফরিদ ও আমির করিমগঞ্জ লোকসভা আসনে ইন্ডিয়া জোট প্রার্থী হাফিজ রসিদ আহমদ চৌধুরীকে কৃষক মুক্তি সংগ্রাম সমিতি সমর্থন করছে বলে সাফ জানান।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি হিমাংশু গোস্বামী, দ্বিপেন দাস, সাবুল হুসেন লস্কর, আইনজীবী সামিনুল ইসলাম লস্কর, মুস্তাক আহমদ মাঝারভূইয়া প্রমূখ।