আব্দুর রহমান, দক্ষিণ করিমগঞ্জ : করিমগঞ্জের নিলামবাজারে বিজেপির নির্বাচনি জনসভায় কংগ্রেসকে তুলোধুনো করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
তিনি দলের প্রার্থী কৃপানাথ মালার হয়ে ভোট প্রচারে আসেন নিলামবাজারে।
শুরু থেকেই হিমন্ত বিশ্ব শর্মা ছিলেন কংগ্রেসের বিরুদ্ধে আক্রমনাত্বক।
ভিড়ে ঠাসা জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, দিল্লীতে মোদী রয়েছেন এবং আসামে মামা।
তাই কংগ্রেসকে ভোট দিয়ে কোন লাভ নেই।
তিনি কংগ্রেসকে অচল নোটের সঙ্গে তুলনা করে বলেন, কৃপানাথ মালা বিজয়ী হলে মোদীর পাশে বসবেন আর কংগ্ৰেস প্রার্থী জয়ী হলে বসবেন রাহুল গান্ধীর পাশে।
মোদীর জন্য নির্ধারিত হচ্ছে চার’শ আসন, আর রাহুল বাবু বড়জোর চল্লিশটি আসন পাবেন।
আসামে আগামি দীর্ঘ বছর কংগ্ৰেস শাসনে আসতে পারবে না বলেও ভবিষ্যৎবাণী করেন মুখ্যমন্ত্রী হিমন্ত।
বিরোধীরা বুথ দখল করতে ইভিএমে হাত দিলেই ইলেকট্ৰিক শ্বখ লাগবে বলে সতর্ক করেন তিনি।
কংগ্ৰেস প্ৰাৰ্থী হাফিজ রসিদ আহমদ চৌধুরীর সমালোচনা করে বলেন, তিনি বার বার নিৰ্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন আর পরাজয় হন।
কিন্তু কৃপানাথ বার বার বিজয়ী হন, তাই ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনারা ভেবে চিন্তে আপনাদের মুল্যবান ভোট দেবেন।
নির্বাচনের পর রাজ্যে ফের পঞ্চাশ হাজার চাকুরি দেওয়া হবে বলেন মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, বিজেপির শাসনে দালাল মুক্ত কোন প্রকার ঘুষ ছাড়াই চাকরী দেওয়া হয়েছে।
ঠেলা চালক ও রিক্সা চালকের ছেলে মেয়েরাও চাকুরি পাচ্ছেন।
বিজেপি সরকার প্রতিটি জাতি-গোষ্ঠির জন্য সমহারে উন্নয়ন করে যাচ্ছে।
মাধ্যমিকের ফলাফল প্রকাশের পর প্রত্যেক কৃতকার্যরা বিনামুল্যে কলেজে ভর্তির সুযোগ পাবে এবং তাদেরকে দশ থেকে পচিশ হাজার টাকা করে দেওয়া হবে।
প্ৰধানমন্ত্ৰী আবাস যোজনার ঘর সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, এবার থেকে জিও টেগিংয়ের কাজ করবেন মহিলা আত্মসহায়ক গ্রুফের সদস্যরা।
এছাড়াও দুহাজার ছাব্বিশের আগে বরাকে মিনি সেক্ৰেটেরিয়েট-এর কাজকর্ম শুরু হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।
পাশাপাশি বরাক-গুয়াহাটি সংযোগী মহাসড়কের কাজকর্ম সম্পন্ন হবে।
দক্ষিণ করিমগঞ্জে একটি মিনি ষ্টেডিয়াম এবং মাইমাল সমাজকে খিলঞ্জিয়ার মর্যাদা দেওয়া হবে। সভায় জেলাস্তরের বিভিন্ন পদাধিকারী সহ বিজেপির বিধায়ক্রাও উপস্থিত ছিলেন।