নিউজ ডেক্স, গণআওয়াজ : যে আট বছরেও একবার নিজের নিখোঁজ গাড়ী চালকের পরিবারের খবর নেয় নি, সে সাংসদ হয়ে মানুষের কি খবর নেবে? এই প্রশ্ন হতভাগা কাজল দত্তর মায়ের।
শিলচর লোকসভা আসনের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের বাড়ী থেকেই তার গাড়ী চালক কাজল দত্ত ২০১৬ সালে নিখোঁজ হয়।
সেই সময় পরিমল রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী ছিলেন।
এক এক করে আটটি বছর কেটে যাচ্ছে, আজও সে নিখোঁজ।
এটা একদিকে রাজ্যের মন্ত্রী তথা শিলচর লোকসভার বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের ব্যর্থতা, মানুষের প্রতি নিষ্ঠুরতা এবং এই ঘটনার সাথে তার জড়িত থাকাটাই প্রমান করে।
এদিকে আজও ছেলে আসবে বলে রাস্তার দিকে চেয়ে আছেন কাজল দত্তের বৃদ্ধ মা।
তিনি গণআওয়াজ-এর এই সাংবাদিককে জানিয়েছেন, নিজের নিখোঁজ ছেলের সন্ধান বের করতে পরিমলের বাড়িতে অনেকবার গিয়েছিলেন।
কিন্তু প্রতিবারই তাকে লাঞ্চিত করে তাড়িয়ে দেওয়া হয়েছে, গরু-ছাগল হারলে খোঁজে পাওয়া যায় মানুষ হারলে পাওয়া যায় না এমন কঠু কথাও বলেছেন।
শুধু তাই নয়, অসহায় এই পরিবারকে নিজের ক্ষমতাবলে সরকারী সব ধরনের সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত করে রেখেছেন পরিমল।
এমনকি বিভিন্নভাবে এই অসহায় পরিবারকে ভয়-ভীতি দেখানোর অভিযোগও করেছেন হতভাগা নিখোঁজ কাজলের অসহায় মা। অথচ লোকসভা নির্বাচনে পরিমলকে প্রার্থী করে মুখ্যমন্ত্রী দাবী করেছেন বিজেপি প্রার্থী পরিমলের কোন দাগ নেই।