দ্বিতীয় পর্যায়ে ৮৮টি আসনের প্রার্থীর ভাগ্য নির্ণয় করবেন ১৫.৮৮ কোটি ভোটার
নিউজ ডেক্স, গণআওয়াজ : দ্বিতীয় পর্যায়ে আজ ১৩টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ৮৮টি লোকসভা আসনে সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে।
দেশের ১৫.৮৮ কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
দ্বিতীয় পর্যায়ের এই নির্বাচনে ভোটাররা দেশের অনেক তাবড় তাবড় নেতার ভাগ্য নির্ধারণ করবেন।
এরমধ্যে রয়েছেন কংগ্রেসের রাহুল গান্ধী, শশী থারুর, কেসি ভেনুগোপাল, বিজেপির তেজস্বী সূর্য, হেমা মালিনী, অরুণ গোভিল।
নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী দ্বিতীয় দফায় ৮৯টি আসনে ভোটগ্রহণের কথা ছিল, কিন্তু মধ্যপ্রদেশের বেতুল আসনের বিএসপি প্রার্থীর মৃত্যুর কারণে ৮৮টিতে ভোট নেওয়া হচ্ছে।
এদিকে শিলচর আসনেও সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে।
রাতের প্রচণ্ড বর্ষণের পর সকালে আবহাওয়ার উন্নতি হলে ভোটারদেরকে উৎসাহ নিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে ভোট মুখি হতে দেখা যায়।
তারাপুর সূর্য কুমার স্কুলে ভোট সেন্টারে গিয়ে দেখা যায় ভোটারদের দীর্ঘ লাইন।
পুরুষ-মহিলারা পৃথক পৃথক লাইন রয়েছে।
৪৪ নং বুথের প্রিসাইডিং অফিসার সকাল ১০টা পর্যন্ত যে হিসাব দিয়েছেন, তাতে দেখা গেছে ভোট পড়েছে ২৪ শতাংশ।
একইভাবে ৪৬ নং বুথের প্রিসাইডিং অফিসার হিসেব দিয়েছেন এই সেন্টারে সকাল ১০টা পর্যন্ত ভোট ২৩.৮৩ শতাংশ। এভারেজ এই সেন্টারে কাল দশটার মধ্যে ভোট পড়েছে ২৪ শতাংশ।