সারদা কেলেঙ্কারি! সিবিআইর ভয়ে হিমন্ত গিয়েছেন বিজেপিতে, অঙ্কিতা লেফটেন্যান্টের মেয়ে ভয় পায় না : গৌরব গগৈ

Spread the love

গন আওয়াজ, গৌহাটি, ৩১ অগাস্ট, বুধবার : অসম যুব কংগ্রেসের সভানেত্রী অঙ্কিতা দত্তকে সিবিআই-র তলব নিয়ে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে নিন্দা জানালেন লোকসভার বিরোধী উপনেতা গৌরব গগৈ৷

গগৈ বলেন, সারদা মামলায় আসাম যুব কংগ্রেসের সভাপতি অঙ্কিতা দত্তকে সিবিআই তলব করা বিজেপির নিরাপত্তাহীনতার দিক ইঙ্গিত করেছে।

তিনি বলেন অতীতে সারদায় সিবিআই তলবের জন্যই হয়ত হিমন্ত বিশ্ব শর্মাকে বিজেপিতে যোগ দিতে বাধ্য করতে পেরেছে, কিন্তু পিতা লেফটেন্যান্ট অঞ্জন দত্তের মতো, অঙ্কিতাও অন্যরকম মেধাবী, তিনি বিজেপির চাপের কৌশলের কাছে মাথা নয়াবেন না।

উল্লেখ্য যে, আসামের বহু কোটি টাকার সারদা কেলেঙ্কারির তদন্তে সিবিআই আসাম যুব কংগ্রেস সভাপতিঅঙ্কিতা দত্তকে তলব করেছে।

তাকে সারদা কেলেঙ্কারির ঘটনায় আলিপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের (সিজেএম) আদালতে হাজির হতে বলা হয়েছে।

সারদা গোষ্ঠীর ‘দৈনিক বাতরি’ পত্রিকায় তহবিল দেওয়ার অভিযোগে সিবিআই তলব করেছে অঙ্কিতা দত্তকে।

আসাম যুব কংগ্রেসের সভাপতি অঙ্কিতা দত্ত অনুভুতি প্রিন্টার্স অ্যান্ড পাবলিকেশন্স প্রাইভেট লিমিটেডের পরিচালক, তৎকালীন সারদা পাবলিকেশন্স প্রাইভেট লিমিটেড থেকে বেরিয়ে আসা।

সারধা গোষ্ঠীর বাংলা সংবাদপত্র ‘সকালবেলা’  ২০১২ থেকে ২০১৩ সালে গুয়াহাটির প্রেসে ছাপানোর জন্য তহবিল মামলায় সিবিআই অঙ্কিতা দত্তকে তলব করেছে। উল্লেখযোখ্য যে, একই মামলায় ২০১৪ সালে অংকিতা দত্তর বাবা প্রয়াত কংগ্রেস নেতা অঞ্জন দত্তকেও সিবিআই জিজ্ঞাসাবাদ করেছিল।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token