গণআওয়াজ প্রতিনিধি, উধারবন্দ : রবিবার কাশীপুর ১৪৭ সিআরপিএফের ব্যাটালিয়ানের উদ্যোগে বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে একাদশ শহিদ দিবস পালন করা হয়।
বাংলা ভাষা রক্ষার জন্য ১১ জন শহিদদের স্মরন সভার সূচনা করেন কমান্ডেন্ট ব্রুনো. এ।
১৯ শে মের বাংলা ভাষার শহিদদের স্মরন সভায় এই অঞ্চলের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন ভাষায় সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডনবস্কো স্কুলের অধ্যক্ষ রেভারেন্ড ফাদার সুরোজিৎ টিক্কা, শ্রীকোনা কেন্দ্রীয় বিদ্যালয়ের অধ্যক্ষ এস কে শর্মা, পয়লাপুল ভিনসেন্ট স্কুলের অধ্যক্ষ ফাদার সংগ্ৰাম, শ্রীকোনা ও এন জি সি-র সিকিউরিটি অফিসার মুবিন আহমেদ সহ অন্যান্যরা।