প্রীতম কুমার নাথ, ধলাই : ধারাবাহিক বর্ষণ হলে যেকোন সময়ে প্লাবিত হতে পারে পূর্ব ধলাইর বিস্তীর্ণ এলাকা।
ক্রমশ জলস্তর বাড়তে থাকায় পুনির্মূখে রূক্নী নদীর স্যুইসগেট যেকোন ভেঙ্গে যাওয়ার আশঙ্কায় এলাকায় এই আতঙ্ক বিরাজ করছে।
এদিকে দক্ষিণ কাছাড়ের ধলাই সমষ্টির জীবনগ্রাম জিপির পূর্বদেবীপূর এলাকা সহ বেশকয়েকটি গ্রাম রেমালের প্রভাবে প্লাবিত হয়ে পড়েছে।
এছাড়া রূক্নী নদীর জলস্তর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
তাই যেকোন সময় প্লাবিত হতে পারে পূর্ব ধলাইর বিস্তীর্ণ এলাকা এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ধলাই বিধানসভা সমষ্ঠির পালংঘাট গ্রাম পঞ্চায়েত এলাকার পুনির্মূখের রূক্নী নদীর স্যুইসগেট খুবই দুর্বল হয়ে পড়ায় ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয়রা ভাঙন প্রতিরোধে ঝাঁপিয়ে পড়লেও কখন কী হবে তা কেউই আঁচ করতে পারছেন না।