হাইলাকান্দি ৩০ মে : হাইলাকান্দি জেলার নদী গুলির জলস্ফীতিতে এখন পর্যন্ত ৫৬টি গ্রামের ১৪ হাজার ৩০৮ জন লোক বন্যার কবলে পড়েছেন।
জেলায় এ পর্যন্ত ১৪টি রিলিফ ক্যাম্প খোলা হয়েছে এবং এগুলিতে এখন পর্যন্ত ২০৬০ জন বন্যা দুর্গত আশ্রয় নিয়েছেন।
এছাড়া রিলিফ ডিস্ট্রিবিউশন সেন্টারগুলিতে আরও ১ হাজার ৮০৮ জন বন্য দূর্গত আশ্রয় নিয়েছেন, তাদের মধ্যে প্রশাসন থেকে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু হয়েছে।
এখন পর্যন্ত ৭০.৫৮ কুইন্টাল চাল, ১৩.৬৫ ডাল, ৪.১২ কুইন্টাল লবণ ৪১২.৪ লিটার শস্য তেল বরাদ্দ করা হয়েছে।
বন্যায় এপর্যন্ত জেলার ১০২৮টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জেলায় ৪৫ হাজার ৭৪৩টি পশু বন্যার কবলে পড়েছে।
হাইলাকান্দি রাজস্ব সার্কেলের মাটিজুরি এলাকায় বৃহস্পতিবার এসডিআরএফ বাহিনীর তৎপরতায় ১৩৯ জন জলবন্দী লোককে উদ্ধার করেছে।
এদিকে বন্যায় বৃহস্পতিবার হাইলাকান্দি রাজস্ব সার্কেলের বড় হাইলাকান্দি তৃতীয় খন্ডে আবিজুন নেসা মজুমদার নামে ৭০ বছরের এক মহিলার জলে ডুবে মৃত্যু হয়।
প্রশাসনের তৎপরতায় মহিলার দেহ উদ্ধার করা হয়েছে। জেলার নদী বাঁধগুলির জল যাতে টপকে বন্যার জল লোকালয়ে প্রবেশ না করতে পারে সে ব্যাপারে নদী বাঁধ গুলির উপর কড়া নজর রাখা হচ্ছে।