করিমগঞ্জ প্রতিনিধি : কিছুদিন আগে একই ধরনের বিরল প্রজাতির একটি মাছ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্যজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছিল।
অনুরূপ ভাবে এবারও ধরা পড়েছে চার চোখ বিশিষ্ট বিরল প্রজাতির একটি মাছ। মাছটির গায়ে রয়েছে লম্বা লম্বা অসংখ্য কাটা। মুখ, নাক এবং কান রয়েছে নিচের দিকে।
অবিশ্বাস্য হলেও এমন একটি দুর্লভ প্রজাতির মাছ ধরা পড়েছে কালিগঞ্জ অঞ্চলের কানিশাইলরর একজন মৎস্যজীবি, রশিদ আহমেদের জালে।
তিনি তার বাড়ির পাশে রাতাবিলের জলে মাছধরার ফাঁসজাল পুতে রাখেন, এই জালেই আটকা পড়ে মাছটি।
সকাল ১১ টায় ফাঁসজাল থেকে উদ্ধার হয় বিরল প্রজাতির এই মাছ। এ খবর ছড়িয়ে পড়ে চারদিকে। মাছটি দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমান।