সরকারী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের দাবীতে শিলচরে এআইডিএসও-র বিক্ষোভ  

Spread the love

ব্যুরো রিপোর্ট : শূন্যপদে শিক্ষক নিয়োগের দাবিতে আজ শিলচরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মুর্তির সামনে  বিক্ষোভ প্রদর্শন করল এআইডিএসও।

সংগঠন কাছাড় জেলার প্রতিটি স্কুল, কলেজের শূন্য পদে শিক্ষক নিয়োগের দাবিতে দুপুর দু’টা থেকে বিক্ষোভ প্রদর্শন করে।

সংগঠনের কর্মী সমর্থকরা শিক্ষক নিয়োগের দাবিতে দীর্ঘক্ষণ স্লোগানও দেন।

এআইডিএসও-র জেলা সম্পাদক গৌর চন্দ্র দাস ও কোষাধ্যক্ষ পল্লব ভট্টাচার্য তাদের বক্তব্যে কাছাড় জেলার বেশিরভাগ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের অভাবের কথা তুলে ধরেন।

তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, কাছাড় কলেজের পদাৰ্থ বিজ্ঞান বিভাগে একজনও নিয়মিত শিক্ষক নেই।

অথচ সেই বিভাগে প্রচুর সংখ্যক ছাত্র ছাত্রী রয়েছে।

একইভাবে অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগেও বেশিরভাগ শিক্ষকের পদ শূন্য রয়েছে।

জেলার বহু স্কুলে বিজ্ঞানের শিক্ষক ইংরেজি পড়াচ্ছেন আবার অনেক স্কুলে বাংলার শিক্ষক বাধ্য হয়ে অংকের ক্লাস নিচ্ছেন।

ফলে ছাত্র ছাত্রীরা উপযুক্ত জ্ঞান আহরণ থেকে বঞ্চিত হচ্ছে এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলছে।

ছাত্র ছাত্রীদের সংখ্যা কম থাকার অজুহাতে সরকার রাজ্যের প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে এবং আরও বহু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পথে রয়েছে।

অথচ ছাত্র ছাত্রীদের পড়ানোর জন্য যদি শিক্ষক না থাকে তাহলে অভিভাবকরা কী ভরসায় তাদের সন্তানদের সেখানে পাঠাবেন।

জাতীয় শিক্ষানীতি ২০২০ রাজ্যে বলবৎ করতে সরকার শিক্ষা ব্যবস্থাকে উন্নীত করার যে ঘোষণা করছে তা সত্যর অপলাপ ছাড়া আর কিছু নয় এই ঘটনা থেকেই স্পষ্ট বলে দাবী করেন তারা।

এআইডিএসও নেতৃত্ব সরকারি শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করতে সবচেয়ে জরুরী শিক্ষক নিয়োগ অথচ সরকারের এক্ষেত্রেই চরম অনীহা ও উদাসীন বলে জানান। সংগঠনের পক্ষ থেকে জেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ করা না হলে তীব্র ছাত্র আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারী প্রদান করা হয়।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token