হাইলাকান্দি প্রতিনিধি : লোকসভা নির্বাচনে করিমগঞ্জ লোকসভার ৭১টি ভোতে এজেন্ট দেওয়া হয়নি এই অভিযোগ খন্ডন করল জেলা কংগ্রেস।
হাইলাকান্দি কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে জেলা কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক মিতুজ্জামান লস্কর স্পষ্টীকরণে বলেন, এই অভিযোগ ডাহা মিথ্যা।
তিনি উদ্বেগ প্রকাশ করে এবিষয়ে দলের রাজ্যিক নেতৃত্বের হস্তক্ষেপ কামনা করেন।
মিতুজ্জামান প্রশ্ন ছুড়ে বলেন, যদি ৭১টি ভোতে এজেন্ট দেওয়া না হয়, তবে কি করে হাইলাকান্দি জেলায় কংগ্রেস প্রার্থী ৭০ হাজার ভোটে লিড নিলেন?
বিজেপির প্রার্থীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করতে সক্ষম হলেন কংগ্রেস প্রার্থী?
দলের নির্বাচিত কোনো জনপ্রতিনিধি না থাকা অবস্থায় পাঁচ লক্ষের অধিক ভোট পেয়েছেন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী।
পর মুহূর্তে মিতুজ্জামান দলীয় প্রার্থীর পরাজয়ের অভিযোগের তীর করিমগঞ্জ জেলা কংগ্রেসের দিকে ছুড়ে দেন।
তিনি বলেন গৃহজেলায় কম ভোট পাওয়া এবং গননায় অসঙ্গতির জন্য দলীয় প্রার্থীকে হারতে হয়েছে। মিতুজ্জামান হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি সামস উদ্দিন বড়লস্করের সবল নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন।