শালচাপরা প্রতিনিধি : স্বাধীনতার পর থেকে কাটিগড়া বিধানসভার শ্রীপুর দ্বিতীয় খন্ড আনন্দপুর গ্রামে কোন উন্নয়নমূলক কাজ হয়নি বলে অভিযোগ এই গ্রামের মানুষের।
স্থানীয়রা জানান এই গ্রামের মানুষের চলাচলের একমাত্র রাস্তাটিও এবছরের বন্যায় ভীষন খারাপ হয়ে পড়েছে।
তাই ছাত্রছাত্রীদের স্কুল-কলেজে যাতায়াত করতে এবং অসুস্থ রোগীদের চিকিৎসক বা হাসপাতালে নিয়ে যাওয়া-আসা করতে এলাকার বাসিন্দাদেরকে চরম দুর্দশায় পড়তে হচ্ছে।
তাদের অভিযোগ, এই রাস্তার উন্নয়নে অনেকবার বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের দ্বারস্থ হয়েও কোন কাজ হয়নি।
এবার এলাকার মানুষ এই রাস্তার উন্নয়নে কাছাড়ের জেলাশাসক ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বাস শর্মা, সাংসদ পরিমল শুক্লাবৈদ্য এবং সাংসদ কৃপানাথ মালহার দৃষ্টি আকর্ষণ করছেন।
এলাকাবাসীর পক্ষে আদিত্য সিনহা, শংকর শীল, রাজু মজুমদার, মিঠুন নাথ, শাহাব উদ্দিন চৌধুরী, ওসমান আলি সহ অন্যান্যরা স্থানীয় বিধায়কের সমালোচনা করে বলেন, তিনি তাঁর সমষ্টির উন্নয়নে ব্যর্থ হয়েছেন।
এছাড়াও ছিলেন মুন্না আহমেদ লস্কর, আনোয়ার হোসেন লস্কর, দিলুয়ার হোসেন লস্কর, সহ আরও অন্যান্যরা।