সুস্মিতা দাস, গণআওয়াজ করিমগঞ্জ : অভিযুক্ত সামছুল হককে দশ বছরের কারাদণ্ড এবং দশ হাজার টাকার জরিমানার রায় দিল করিমগঞ্জ সেশন আদালত।
পাথারকান্দির অ্যাসিড হামলার মামলায় দোষীর ১০ বছরের কারাদণ্ড! পাঁচ বছর পর অবশেষে অ্যাসিড হামলার শিকার মহিলা ন্যায় বিচার পেলেন।
সামান্য মুরগি চুরি থেকে এই অ্যাসিড হামলার ঘটনার সূত্রপাত ঘটে পাথারকান্দির ডেফলআলা গ্রামে।
২০১৯ সালের ১৭ জুন ডেফলআলা গ্রামের এক যুবতীর উপর অ্যাসিড হামলা করে টিলাবাড়ি এলাকার সামছুল হক।
এই মামলার আজ চূড়ান্ত রায় দেন সেশন জাজ রশনারা রহমান।
তিনি অভিযুক্ত সামছুল হককে দশ বছরের কারাদণ্ডে দণ্ডিত এবং দশ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দেন।
এই মামলায় সরকার পক্ষের আইনজীবি ছিলেন মুকুন্দলাল কৈরী এবং বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন হীরক দত্ত ও আলতাফ হুসেন।