নেশন্যাল ডেক্স, গণআওয়াজ : বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতিতে শরণার্থীর ছদ্মবেশে মৌলবাদীরাদের ভারতে প্রবেশের আশংকায় আন্তর্জাতিক সীমান্তে নজরদারি কঠোর করেছে বিএসএফ।
বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) আসামের বাংলাদেশ সীমান্তবর্তী সুতারকান্দি, করিমগঞ্জ সহ বরাক উপত্যকার বিভিন্ন এলাকায় কঠোর নজরদারি জারী রেখেছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়ার পর সে দেশে গৃহযুদ্ধের রূপ নিয়েছে।
এই পরিস্থিতি নিয়ে ভারত সরকার উদ্বিগ্ন। ভারতের অনেক অংশ বাংলাদেশের সীমান্ত এলাকায় অবস্থিত।
তাই বাংলাদেশ থেকে কোনো অপরাধী বা নির্যাতনের শিকার হওয়া কেউ যাতে ভারতে আসতে না পারে সেজন্যে বিএসএফ করিমগঞ্জ জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে তীক্ষ্ণ নজরদারি জারী রেখেছে।
শুধু তাই নয়, বাংলাদেশের পরিস্থিতির পর ভারতের সীমান্তরক্ষী বাহিনী সীমান্ত এলাকায় হাই অ্যালার্ট অর্থাৎ অপারেশন অ্যালার্ট জারি করেছে।
কেন্দ্র সরকার ইতিমধ্যেই এক বিবৃতি জারি করেছে যাতে সম্ভাবনার দিকে নজর রাখা যায়। এদিকে বাংলাদেশের এই পরিস্থিতির কারণে সব ভিসা কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে।