সুস্মিতা দাস, গণআওয়াজ করিমগঞ্জ : অনেক বছর পর করিমগঞ্জের ভাগ্যে জুটতে চলেছে রাজ্যসভার সাংসদ পদ।
১৯৭২ সালে প্রাক্তন কংগ্রেস নেতা প্রয়াত নৃপতি রঞ্জন চৌধুরীর পর আর কোনো নেতাকে রাজ্যসভায় পাঠানো যায়নি।
প্রায় পাঁচ দশক পর সেই শূন্যতা পূর্ণ করতে চলেছেন প্রাক্তন বিধায়ক তথা বর্ষীয়ান বিজেপি নেতা, এএসটির চেয়ারম্যান মিশন রঞ্জন দাস।
রাজ্যসভায় অসম, বিহার, হরিয়ানা ও মধ্য প্রদেশের দুটি করে আসনের প্রার্থী ঘোষনা করেছে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি।
অসম থেকে মনোনীত হয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলি এবং অসম রাজ্যিক পরিবহণ নিগমের চেয়ারম্যান মিশন রঞ্জন দাস।
মিশন রঞ্জনের নাম ঘোষণা হতেই বিজেপি মহলে খুশির জোয়ার দেখা দিয়েছে।
মিশন রঞ্জন দাসকে শুভেচ্ছা জানিয়েছেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল, বিজয় মালাকার, জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ দলের প্রথম সারির নেতারা।