সুস্মিতা দাস, গণআওয়াজ করিমগঞ্জ : ভারত মাতা কি জয় বলতে যাদের অসুবিধা তাদের বিজেপিতে দরকার নেই।
করিমগঞ্জে যুব মোর্চার সদস্যতা অভিযানে যোগ দিয়ে বুধবার যুব মোর্চার সর্ব ভারতীয় সহ সভানেত্রী নেহা যোশীর স্পষ্ট মন্তব্য।
প্রদেশ যুব মোর্চার সভাপতি রাকেশ দাসের সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে তিনি দলীয় কর্মকর্তাদের বিজেপি করার মূল উদ্দেশ্য জানিয়ে দেন।
নেহা বলেন, বিজেপির শুরু ভারত মাতার জয়োধ্বনি দিয়ে আর শেষ জন গণ মন দিয়ে।
যারা ভারত মাতার জয় দিতে পারে না, তাদের বিজেপিতে স্থান নেই। এই প্রসঙ্গে তিনি রাহুল গান্ধিকেও খোঁচা দেন।
সভায় বিধায়ক বিজয় মালাকার বলেন, দলের অগ্রগতি নির্ভর করে যুব মোর্চার উপর। বিজেপি যদি ঝাণ্ডা হয় তাহলে যুব মোর্চা তার ডান্ডা।
যুব মোর্চা না হলে ঝাণ্ডা উঁচিয়ে রাখা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। প্রদেশ যুব মোর্চার সভাপতি রাকেশ দাস সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে নিজের মতামত তুলে ধরেন।