নিউজ ডেক্স, গণআওয়াজ : মনিপুরের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে, কোন ধরনের অপ্রিতিকর ঘটনা সংঘটিত হয়নি মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ।
আজ তার প্রতিবাদে শিলচরে সাংবাদিক সম্মেলন করে এই মন্তব্যের তীব্র প্রতীবাদ জানান কংরস নেতা কে.মেঘচন্দ্র সিং।
তিনি বলেন, মনিপুরে নাগা, কুকি ও বাঙালি সহ বিভিন্ন জনগোষ্ঠীর লোক বসবাস করে আসছে।
গত ১ সেপ্টেম্বর থেকে মনিপুরে লাগাতার ড্রোন দিয়ে হাইটেক বোমা বিস্ফোরণ সহ আরপিজি এবং রকেট লঞ্চার দিয়ে বিভিন্ন এলাকায় এয়ারস্ট্রাইকের মতো পরিস্থিতি গড়ে তোলা হয়েছে।
চলছে ক্রশ ফায়ারিং সহ নানা অত্যাচার। সীমান্ত দিয়ে প্রবেশ করনো হচ্ছে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র। এছাড়া, ২০২৩ সাল থেকে বন্ধ রাখা হয়েছে দুটি জাতীয় সড়ক।
যার ফলে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সঠিক যোগান পাচ্ছেন না মনিপুরের জনগণ। বিভিন্ন আশ্রয় শিবিরে থাকা মনুষ দিনের পর দিন আতঙ্কে দিন কাটাচ্ছেন।
এই পরিস্থিতিতে গৃহমন্ত্রী অমিত শাহের মন্তব্যকে ঘিরে ক্ষুব্ধ হয়ে উঠেছেন মনিপুরের ভুক্তভোগী জনগণ।
মনিপুরে শান্তি ফিরাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেও তিনি আজ পর্যন্ত মনিপুরে পা মাড়াননি। কংগ্রেসের এই নেতা মনিপুর-মায়ান্মার সিমান্তে ফেন্সিং, নতুন ভাবে সেনসাস করা সহ মনিপুরের শান্তি ফিরিয়ে আনতে মৈতেয়ী ও কুকি সম্প্রদায়ের সঙ্গে প্রধানমন্ত্রীকে বৈঠক করার আবেদন জানান তিনি।