২/ নিউজ ডেক্স, গণআওয়াজ : আদালতের মামলার জন্য শিলচর কর্পোরেশন নির্বাচন করতে পারবেন না বলেছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
কারন এই মামলায় জিপি শহরের সীমানা পরিবর্তন করে কর্পোরেশনে অন্তর্ভুক্তির বিরোধিতা করা হচ্ছে।
কিন্তু জিপি-জেডপিসির সীমানা বিরোধ থাকা সত্ত্বেও কিভাবে সীমাবদ্ধতা ঘটছে?
দুটি বিপরীত অবস্থান কেন? এই প্রশ্ন তুললেন তৃণমূল নেত্রী সাংসদ সুস্মিতা দেব।
সুস্মিতা অভিযোগ করেন, বিজেপি বরাবরের মতো আসামের উপনিবেশের মতো বরাক উপত্যকের সঙ্গে আচরণ করছে।