নিউজ ডেক্স, গণআওয়াজ : ঢাকে কাঠি পড়তে না পড়তেই দূর্গাপূজার আনন্দে আত্মহারা পৃথিবীর সমস্ত বাঙ্গালী।
বিশেষ করে ৩৫৬ দিন আকুল আগ্ৰহে এই পাঁচদিনের আনন্দের জন্য অপেক্ষায় থাকেন পৃথিবীর সমস্ত হিন্দু ধর্মপ্রাণ মানুষ।
আর পূজা এলেই ঢাকের তালে ধূনুছির নাচের জন্য অতি আগ্ৰহে প্রহর গুনে সবাই।
পুজো মানেই আনন্দ উল্লাস আর পুজোর গানে মাতোয়ারা হওয়া।
এই আনন্দকে উপলক্ষ্য করে শিলচরে প্রয়াসের যৌত উদ্যোগে নতুন একটি গান আত্মপ্রকাশ করল।
গানটির নাম দুগ্গা এলো, গানটি লিখেছেন রাজু দাস সুর এবং গেয়েছেন পূর্বা শর্মা এবং সাউন্ড মিক্সিংএ রয়েছেন প্রান্তিক রায়।
এদিন গীতিকার রাজু দাস প্রয়াসের প্রতি বিশেষ কৃতজ্ঞতা রেখে বলেন, আমরা বাঙ্গালী আর প্রধান উৎসব দূর্গাপূজা।
এই পুজোয় সবাই আনন্দে নাচেন অনেক গানে।
এই নাচ এবার বরাকের ছেলেমেয়েদের উদ্যোগে হোক এটাই তার লক্ষ্য।
তাই প্রয়াসের যৌত উদ্যোগে এই নতুন একটি গান প্রকাশ করা হয়েছে বলে সবাইকে এই গান বরাক সহ সমস্ত আসামের বিভিন্ন দুর্গাপুজো প্যান্ডেলে বাজানোর জন্য আহ্বান জানান।
তিনি আরো বলেন এটা শুধু একটি গান নয়, এটা বরাকের মধ্যে লুকিয়ে থাকা অজস্র উদ্যোগীর ছোট প্রয়াস মাত্র। এই প্রয়াসকে সাফল্যমণ্ডিত করে তুলতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।