এই মুহূর্তে সব থেকে বড়ো খবর
গণআওয়াজ প্রতিনিধি : পাহাড় লাইনে দুর্ঘটনায় পড়েছে মুম্বাই- আগরতলা লোকমান্য তিলক এক্সপ্রেস।
ডিবালংয়ে ইঞ্জিন সহ ৭টি বগি লাইনচ্যুত হয়েছে ট্রেনটির।
মুম্বাই- আগরতলা এই ট্রেনটি বৃহস্পতিবার বিকালে হাফলং এর নিকটবর্তী ডিবালং-এ দূর্ঘটনাগ্রস্ত হয়েছে।
তবে হতাহতের খবর পাওয়া যায়নি। ইতিমধ্যেই রেলওয়ে মেডিকেল টিম ঘটনাস্থলে পৌঁছে গেছে।
তবে কি ভাবে লোকমান্য তিলক এক্সপ্রেস ইঞ্জিন সহ ৭টি বগি লাইনচ্যুত হল তা জানা যায়নি।