সুস্মিতা দাস, গণআওয়াজ করিমগঞ্জ : দুর্গা পূজা শেষ, এখন ব্যস্ততা কালীপুজো নিয়ে। হাতে গোনা আর মাত্র ক’দিন বাদেই কালীপুজো।
করিমগঞ্জ শহরে প্রতিবছর কালীপুজোতে নানা চমক থাকে, এবারও শহরের মূল আকর্ষণ অযোধ্যার রামন্দির।
এই রামমন্দির গড়ে তুলছে রক্তিমাভ ক্লাব। দুর্গাপূজার দশদিন আগেই কলেজের মাঠে রামমন্দির নির্মাণের কাজ শুরু হয়ে গেছে।
আজ ক্লাবের ব্যানারের আনুষ্ঠানিক উন্মোচন করে রামমন্দির উদ্বোধনের দিনটিও ঘোষণা করা হয়।
আগামী ২৮ তারিখ রাম মন্দির আকারে তৈরি রক্তিমাভ ক্লাবের পুজো প্যান্ডেলটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে।
১৯৯৭ সাল থেকে রক্তিমাভ ক্লাব কিভাবে কলেজের মাটিতে কালীপুজো করে আসছে, সেই ইতিহাস তুলে ধরেন উত্তর করিমগঞ্জের বিধায়ক।
এই পুজোর প্রতি শহরের বিভিন্ন পাড়ার যুবকদের বিশেষ টান রয়েছে। এবার অযোধ্যার রামমন্দির হবে কালীপুজোয় সবচেয়ে বড় চমক বললেন বিধায়ক কমলাক্ষ।