আগরতলা প্রতিনিধি : খোয়াই থেকে দুই নাবালিকাসহ ছয় বাংলাদেশিকে আটক করল ত্রিপুরা পুলিশ। গত ১৯ ডিসেম্বর গভীর রাতে খোয়াই জেলার সুভাষ পার্ক থেকে তাদের আটক করা হয়।
খোয়াই থানার অফিসার ইনচার্জ সুবীর মালাকার জানিয়েছেন, খবর পেয়েছিলেন খোয়াই জেলা হাসপাতালের কাছে রায় গেস্ট হাউসে ছয় বাংলাদেশি অবস্থান করছে।
এই তথ্যের ভিত্তিতে ত্রিপুরা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের জিজ্ঞাসাবাদ চালায়। জিজ্ঞাসাবাদে তারা পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছে।
পরে এই ছয় বাংলাদেশীদের থানায় নিয়ে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ চালানো হয়।
সেই সময় তারা স্বীকার করেছে, কয়েক দিন আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং নয়াদিল্লিতে গিয়েছিল।
তিনি আরও জানান, বাংলাদেশি নাগরিকরা ত্রিপুরায় এসেছিল বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য।
আটক বাংলাদেশিরা হল- মোঃ কবির, তানিয়া বেগম, মোঃ সাকিব, সাহিদা, মুমিন ও আয়েসা খাতুন। তাদের কাছ থেকে ভারতীয় আইডি কার্ড উদ্ধার করেছে পুলিশ, যেগুলো তারা অবৈধভাবে সংগ্রহ করেছে। ধৃত বাংলাদেশীরা দাবি করেছে, তারা কাজের সন্ধানে ভারতে প্রবেশ করেছে।