ধলাই প্রতিনিধি, গণআওয়াজ : চুল খাটো করে না কাটায় হাওয়াইথাং হাইস্কুলের চতুর্থ শ্রেণির এক ছাত্রীর উপর চালানো হল অমানুষিক নির্যাতন।
গুরত্বর আঘাতের দরুন প্রায় তিন মাস ধরে ছাত্রীটি বিছানায়। তার চিকিৎসার ব্যয়ভার চালাতে গিয়ে হিমসিম খাচ্ছেন ছাত্রীটির দিনমজুর পিতামাতা।
আজ হাওয়াইথাংয়ে সাংবাদিক ডেকে এই অভিযোগ করেন চান্নিঘাটের বাসিন্দা হিমানি রায় নামের ছাত্রীর অভিভাবক এক মহিলা।
তিনি অভিযোগ করেন, মাথার চুল খাটো করে না কাটার অপরাধে তার কন্যাকে স্কুলে প্রচন্ড মারধর করা হয়।
স্কুলের প্রধান শিক্ষক হেমেন্দ্র সিংহের নির্দেশে তাঁর কন্যার উপর অমানুষিক নির্যাতন করেছে স্কুলের ক্লাস ক্যাপ্টেন এক পড়ুয়া।
ছাত্রীকে ধাক্কা দিয়ে পাথরের উপর ফেলে দেওয়ায় তার হাটুতে মারাত্মক জখম হয়। এই ঘটনায় গত পনেরো নভেম্বর ছাত্রীর মা হিমানি রায় স্কুলের প্রধান শিক্ষক হেমেন্দ্র সিংহ, স্কুল কমিটির সভাপতি গৌতম কান্তি দাস, বাবলা রায় এবং স্কুলের ক্লাস ক্যাপ্টেনকে অভিযুক্ত করে লায়লাপুর পুলিশ ফাঁড়িতে একটি মামলা দায়ের করেন।