কাটিগড়া প্রতিনিধি, গণআওয়াজ : মুখ্যমন্ত্রীর উদ্যোগে শুরু হওয়া এই খেল মহারণে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করতে লক্ষ লক্ষ টাকা বরাদ্দ করা হয়।
কিন্তু অনেক খেলোয়াড়ের অভিযোগ, তাদেরকে এই প্রতিযোগিতার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে।
তাদের অভিযোগ, প্রতিটি গাওঁ পঞ্চায়েতে প্রতিযোগিতা আয়োজন করে খেলোয়াড় বাছাইয়ের কথা থাকলেও তা না করা হয়নি।
বেশিরভাগ গাওঁ পঞ্চায়েত থেকে খেলোয়াড়দের নাম সরাসরি সমষ্টি ভিত্তিক প্রতিযোগিতায় পাঠানো হয়েছে।
অনেকের অভিযোগ, তারা এই প্রতিযোগিতা সম্পর্কে কিছুই জানেননা। তাই এ বছরে খেল মহারণে অংশগ্রহণকারীর সংখ্যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।
লক্ষ্মীপুর গাওঁ পঞ্চায়েত কার্যালয়ে মহিলাদের বিভাগে গত ২১ ডিসেম্বরের খেলায় দাবা প্রতিযোগিতায় মাত্র একজন মহিলা প্রতিযোগী অংশগ্রহণ করেন।
প্রতিযোগীরা আরও অভিযোগ করেন, অন্যান্য দিন দুপুরের খাবার সরবরাহ করা হলেও এদিনের প্রতিযোগিতায় শুধুমাত্র ব্রেকফাস্ট হিসেবে কলা ও ব্রেড দেওয়া হয়েছে।
এতে খালি পেটে প্রত্যেক প্রতিযোগীকে বাড়ি ফিরতে হয়েছে। এছাড়া খেল মহারণকে কেন্দ্র করে অনেক বিতর্কও সৃষ্টি হয়েছে।
অনেকেই এই খেল মহরনকে রাজনৈতিক মহারণ বলেও মন্তব্য করছেন।
কারণ খেল মহারনের জন্য জাতীয় সড়কে বিশাল বিশাল গেট লাগানো হলেও সেখানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের ছবি স্থান পেয়েছে।
কোথাও আসামের একজনও বিখ্যাত খেলোয়াড়ের ছবি স্থান পায়নি।
এ নিয়ে ক্রীড়া প্রেমীদের মনে ক্ষোভের সঞ্চার হয়েছে। খেল মহারণ ২০২৪ প্রতিভাবান খেলোয়াড়দের তুলে ধরার উদ্দেশ্য নিয়ে শুরু হলেও, নানা অব্যবস্থাপনার কারণে তা এখন বিতর্কের মুখে।