গণআওয়াজ প্রতিনিধি : খেলায় শুধু আনন্দ উপভোগ নয়, খেলার মাধ্যমে গ্ৰামের লুকানো প্রতিভা বের হয়।
তাই গ্ৰামাঞ্চলে বেশি বেশি করে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের পরামর্শ দেন ধলাইর নবনির্বাচিত বিধায়ক নিহার রঞ্জন দাস।
তিনি তাপাং দিগর শ্রীকোণায় আয়োজিত এক ক্রিকেট প্রতিযোগিতায় তাপাং অঞ্চলের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা সঞ্জিত দেবের ভূয়সী প্রশংসা করেন।
নীহার বলেন, তার প্রচেষ্টায় তাপাং-এ গড়ে উঠেছে রাজ্যের বর্তমান মন্ত্রী তথা লক্ষীপুরের বিধায়ক কৌশিক রাই-এর নামাঙ্কিত ফ্যানস ক্লাব।
প্রতিবছর তাপাংয়ে নাইট ক্রিকেট প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
শুক্রবার কৌশিক রাই ফ্যান্স ক্লাবের ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ৭-এ সাইড নক আউট নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেতাব অর্জন করএ মহাদেববাড়ি টিম। তারা নিউ কাঞ্চনপুর টিমকে নয় রানে পরাজিত করে।
দলের অধিনায়কের হাতে প্রথম পুরস্কার হিসেবে হোন্ডা সাইন ১২৫ সিসি বাইক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ধলাইর নবনির্বাচিত বিধায়ক নিহার রঞ্জন দাস।
উপস্থিতি ছিলেন অসম রাজ্যেক এস সি মোর্চার সভানেত্রী মুন স্বর্ণকার, বিজেপি কাছাড় জেলা সহ-সভাপতি অমিয় কান্তি দাস, বিজেপি কাছাড় জেলা সহ-সভাপতি অমিতাভ রাই, ফ্যানস ক্লাবের সভাপতি সঞ্জিত দেব সহ অন্যান্যরা। রানার্স আপ দলের অধিনায়কের হাতে ২৫ হাজার টাকার চেক তুলে দেন বিশিষ্ট অতিথিরা।