মার্গেরিটা নামদাং চা বাগানে বন্যহাতীর তাণ্ডব, দিশেহারা স্থানীয় মানুষ

Spread the love

মিঠুন বড়ুয়া, মার্গেরিটা : আসাম-অরুণাচল আন্তঃরাজ্য সীমান্তবৰ্তী মার্গেরিটা নামদাং চা বাগানের অন্তৰ্গত পিলখানা বন থেকে ঝাকে ঝাকে বন্যহাতী এসে বৃহস্পতিবার রাতে ৬টি ঘর ভেঙ্গে চুরমার করে দেয়।

বেশ কিছুদিন থেকে খাদ্যের সন্ধানে ঘন জঙ্গল থেকে বেরিয়ে আসা বন্যহাতীর দল ঝাকে ঝাকে নামদাং চা বাগানের মানুষের নিন্দ্ৰা হরন করে নিয়েছে।

কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বনবিভাগ এখনও ক্ষতিগ্ৰস্ত এলাকা পরিদর্শন না করে মৌনব্ৰত পালন করে চলেছে।

এদিকে আজ অসম চা জনজাতি ছাত্ৰ সংস্থার মার্গেরিটা আঞ্চলিক কমিটির এক প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে খবরা খবর নেয়।

সংগঠনের কেন্দ্ৰীয় সমিতির যুগ্ম প্ৰচার সচিব প্ৰাঞ্জল বরাইক বনবিভাগের মৌনতায় উদ্বেগ প্রকাশ করেন।

তার দাবী, বনবিভাগের চোখের সামনেই বনধ্বংস চললেও ডিগবৈ বন সংমণ্ডল আধিকারিক টিসি রঞ্জিত রাম এবং পশ্চিম মার্গেরিটা আঞ্চলিক বন কর্মীরা নীরব।

কার ছত্রছায়ায় চোরাকারবারীরা বন উজাড় করছে? যার কারনে বন্য হাতীর দল লোকালয়ে আসতে বাধ্য হয়েছে এমন প্রশ্ন তুলেন। সংস্থা শীঘ্ৰেই ক্ষতিগ্ৰস্তদের ক্ষতিপুরন দেওয়ার এবং চোরা কাঠের ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছে।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token