বছরব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে রজত জয়ন্তীবর্ষ উদযাপন করবে কাতিরাইল গ্রামীণ বিকাশ সংস্থা

Spread the love

কাটিগড়া প্রতিনিধি, গণআওয়াজ : বছর ব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে রজত জয়ন্তী বর্ষ উদযাপন করতে যাচ্ছে কাতিরাইল গ্রামীণ বিকাশ সংস্থা।

১২ জানুয়ারি জাতীয় যুব দিবস, এদিন স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে রজতজয়ন্তী বর্ষের শুভ সূচনা করবে সংস্থা।

রয়েছে রক্তদান-স্বাস্থ্য শিবির সহ বছর ব্যাপী নানা অনুষ্ঠান। বরাক উপত্যকা ভিত্তিক নাচ, গান, যোগাসন, চিত্রাংকন এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা।

১২ জানুয়ারির অনুষ্ঠান সূচীতে রয়েছে সকালে সংস্থার পতাকা উত্তোলন, স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন।

সকাল এগারোটায় সুসজ্জিত ট্যাবলো নিয়ে মাদক বিরোধী এবং প্রদূষণ সচেতনতা র‍্যালি। দুপুর একটায় মোবাইল ফোন “আশীর্বাদ না অভিশাপ” শীর্ষক যুব সংসদ, পৌষ পার্বণ মেলা ও প্রদর্শনী।

বিকাল চারটায় অনুষ্ঠানের মূল পর্বে অতিথি বরণ শেষে স্বামী বিবেকানন্দের চিন্তাধারা এবং বর্তমান যুবসমাজ শীর্ষক আলোচনা সভা।

এরপর চিকিৎসা সেবা, সমাজ সেবা, খেলাধূলা এবং সংবাদ জগতে কৃতিত্বের অধিকারী বরাক উপত্যকার ২০জন কৃতিত্ব ব্যক্তিকে প্রদান করা হবে কাতিরাইল গ্রামীণ বিকাশ সংস্থার “রজত জয়ন্তী স্মারক সম্মাননা”।

সন্ধ্যা সাতটায় স্থানীয় শিল্পীদের দ্বারা পরিবেশিত হবে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এভাবে ২৩শে জানুয়ারি নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে কাছাড় ক্যান্সার হাসপাতালের সহযোগিতায় এক রক্ত দান শিবিরের আয়োজন করবে সংস্থা।

এভাবে বছরব্যাপী চলবে মাদক দ্ৰব্যের অপকারিতা, প্ৰদূষণ ও জলবায়ু পরিবর্তনের উপর কমেও ২৪টি সচেতনতা সভা।

স্বাস্থ্য শিবির ও স্বাস্থ্য সচেতনতা সভা। মহিলাদের দক্ষতা বিকাশ প্রশিক্ষণ। বছরের শেষ দিকে অর্থাৎ  আগামী নভেম্বর মাস থেকে শুরু হবে বরাক উপত্যকা ভিত্তিক নাচ, গান, যোগাসন, চিত্রাংকন এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা।

২০২৬ সালের ৫জানুয়ারি থেকে সপ্তাহ ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে যুব দিবস উদযাপনের শেষে র্বষব্যাপী চলা এই রজত জয়ন্তী অনুষ্ঠানের সমাপ্তী ঘোষণা করা হবে।

মঙ্গলবার কাটিগড়া চেতনা মঞ্চে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন কাতিরাইল গ্রামীণ বিকাশ সংস্থার সভাপতি সুব্রত রঞ্জন ধর, সম্পাদক দীপন কুমার দাস, সহ- সম্পাদক বিশ্বজিত দাস, উপদেষ্টা অজয় কানু, অনামিকা দাস, বাবলু মালাকার, পাপ্পু দাস প্রমুখ।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token