বিধায়ক সিদ্দেকের কমিশনরাজ! বিশুদ্ধ পানীয়জল থেকে বঞ্চিত দক্ষিণ শ্রীভুমীর বিভিন্ন গ্রাম

Spread the love

১৫দিনের সময় দিয়ে পিএইচই কার্যালয় ঘেরাওয়ের হুমকি আমিনুরের

আব্দুর রহমান, গণআওয়াজ বিনোদিনীবাজার : বিধায়ক সিদ্দেকের উদাসীনতায় বিশুদ্ধ পানীয় ও জল থেকে বঞ্চিত দক্ষিণ শ্রীভুমীর বিভিন্ন গ্রাম।

এই অভিযোগ প্রদেশ কংগ্রেস নেতা আমিনুর রসিদ চৌধুরীর।

আমিনুর নিলামবাজার জিপির লোহারপাড়া দ্বিতীয় খণ্ড এলাকার জলের সমস্যা সমাধানে ১৫দিনের সময় দিয়ে পিএইচই কার্যালয় ঘেরাওয়ের হুমকি দিয়েছেন।

উল্লেখ্য জেলার দক্ষিণ শ্রীভুমী বিধানসভার নিলামবাজার গাঁও পঞ্চায়েতের ১০ নং ওয়ার্ডের প্রায় তিনশত পরিবারের লোকজন জল জীবন মিশনের বিশুদ্ধ পানীয় ও জল থেকে বঞ্চিত।

এনিয়ে বার বার স্থানিয় বিধায়ক সিদ্দেক আহমেদ ও বিভাগীয় কর্তৃপক্ষদের দৃষ্টি আকর্ষণ করেও কোনো সুরাহা মেলেনি।

এদিকে জলের সমস্যায় জর্জরিত জনগণের ভোগান্তি চরম সীমায় পৌঁছায়।

তাই বাধ্য হয়ে এবার ভুক্তভোগীরা প্রদেশ কংগ্রেসের উপ সভাপতি আমিনুর রসিদ চৌধুরীর দ্বারস্থ হন।

তিনি নিলামবাজারে স্থানীয় জনগণকে নিয়ে প্রতিবাদী সভা করেন।

সভার পর আমিনুর সংবাদ মাধ্যমকে বলেন, বিধায়ক সিদ্দেক আহমেদকে সাত শতাংশ কমিশন দিয়ে জল জীবন মিশনের কাজ করছেন ঠিকাদাররা।

ফলে গোটা দক্ষিণ শ্রীভুমীতে পিএইচইর কাজে ব্যাপক দুর্নীতি হচ্ছে।

জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে ঘরে ঘরে পানীয়জল পৌঁছে দেওয়ার সরকারের এই মহৎ উদ্দেশ্য বাস্তবন নিয়ে তিনি প্রশ্ন তুলেন।

কারণ বিধায়ক কমিশন নেওয়ায় প্রায় প্রত্যেকটি প্রকল্প বাস্তবায়নে দেদার দুর্নীতির অভিযোগ উঠছে।

কোনও প্রকল্পে সামান্য মাটি খুড়ে পাইপ লাইন বসানো হচ্ছে, আবার কোনও জায়গায় শুধুমাত্র ফটোশপ করেই কাজ শেষ।

মেন লাইন থেকে শুরু করে ব্রাঞ্চ লাইন পর্যন্ত যা ইচ্ছে তা কাজ হয়েছে বলে অভিযোগ করেন আমিনুর রসিদ চৌধুরী।

তাই বর্তমান শুকনো মরসুমে তীব্র পানীয়জল সংকট দেখা দিয়েছে বৃহৎ এলাকা জুড়ে।

আগামী ১৫দিনের ভেতরে নিলামবাজার জিপির লোহারপাড়া দ্বিতীয় খণ্ডের জলের সমস্যা সমাধান না হলে শ্রীভুমি পিএইচই কার্যালয় ঘেরাও করার হুমকি দেন আমিনুর। এদিন স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন তেজাদুর রহমান, লাল মিয়া, রাব্বিল হোসেন, সরিফ উদ্দিন, নজরুল, উদ্দিন রেহান উদ্দিন প্রমুখ।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token