ইম্ফল প্রতিনিধি : নতুন বছরের প্রথম দিনেও উত্তপ্ত মণিপুর। উত্তর-পূর্বের এই রাজ্যের অশান্তির জন্য মঙ্গলবার ক্ষমা চেয়েছেন মুখ্যমন্ত্রী বীরেন সিংহ।
সব জনজাতিকে অনুরোধ করেন, যা হয়েছে ভুলে যেতে। আশা করা হয়েছিল, নতুন বছরে শান্তি ফিরবে মনিপুরে। কিন্তু, বুধবার গভীর রাতে পশ্চিম ইম্ফল জেলার কদংবন্দ অঞ্চলে হামলা চালায় জঙ্গিরা।
সূত্রের খবর, তাদের সঙ্গে ছিল অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে জঙ্গিরা, বোমাবাজিও হয়।
আচমকা এই হামলার জেরে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। অনেকেই বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে যান বলে পুলিশ সূত্রে খবর।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত ১টা নাগাদ কদংবন্দে পাহাড়ের উঁচু থেকে হামলা চালায় জঙ্গিরা। পাহাড়ের নীচের গ্রাম লক্ষ্য করে গুলি এবং বোমা ছুড়তে থাকে তারা।
উল্লেখ্য, ২০২৩ সালের মে মাস থেকে রাজ্যে চলে আসছে একের পর এক হামলার ঘটনা। মুখ্যমন্ত্রী এই অশান্তির জন্য ক্ষমাপ্রার্থনা করেছেন রাজ্যবাসীর কাছে। তিনি বলেন, এই পুরো বছরটি দুর্ভাগ্যজনক ছিল।
তিনি আশা প্রকাশ করেন, নতুন বছর শান্তিতে কাটবে।
কিন্তু, মঙ্গলবার নিরাপত্তাকর্মীদের সঙ্গে স্থানীয়দের একপ্রস্ত সংঘর্ষের পর কার্ফু জারি হয় কংপোকপি জেলার সাইকুলে।
এর পর এদিন গভীর রাতে অশান্তি ছড়ায় পশ্চিম ইম্ফলে। পাহাড়ের উপর থেকে গ্রাম লক্ষ্য করে বোমাবাজি এবং গুলি চালানোর ঘটনা ঘটে।
কংপোকপি এবং পশ্চিম ইম্ফল দুই জেলাতেই মাঝেমধ্যেই অশান্তি ছড়ানোর খবর পাওয়া যায়। নিরাপত্তা বাহিনী এবং স্থানীয় পুলিশের তরফে অবশ্য কড়া নজরদারি চালানো হচ্ছে রাজ্য জুড়ে।
মুখ্যমন্ত্রী জানান, পশ্চিম ইম্ফল, পূর্ব ইম্ফল, কংপোকপি ও চুরাচাঁদপুর জেলা মিলিয়ে দু’হাজারেরও বেশি বাস্তুচ্যুত পরিবারকে নিজেদের ভিটেয় পুনর্বাসিত করা হয়েছে। গত কয়েক মাসে গোটা রাজ্য জুড়ে বাজেয়াপ্ত করা হয়েছে ছ’হাজারেরও বেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ।