আব্দুর রহমান, গণআওয়াজ বিনোদিনী বাজার : : ইলাসপুর ও বান্দরকোনা জিপিতে চূড়ান্ত খসড়া ভোটার তালিকায় ব্যাপক অনিয়মের অভিযোগ। ফের ডিলিমিটেশনের দাবি জানালেন উত্তর বান্দরকোনার জনগণ।
অন্যতায় ভোট বয়কটের হুংকার দিলেন জনগণ।
আজ এরালিগুল বাজারে সংবাদ সম্মেলন করে তারা অভিযোগ করেন, দায়িত্বপ্রাপ্ত আধীকারীকরা ইচ্ছাকৃতভাবে নাম কর্তন করে বিভিন্ন কেন্দ্রের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেছেন।
বান্দরকোনা জিপির ভোটারদেরকে রহস্যজনক ভাবে ইলাসপুর জিপিতে স্থানান্তর করে পুর্ব শিঙ্গারী ওয়ার্ডে যুক্ত করা হয়েছে।
ইলাসপুর জিপির নয় নম্বর ওয়ার্ড মাত্র ২৪৯ জন ভোটার দিয়ে তৈরী করা হয়েছে।
সবচেয়ে বড়ো কথা হলো চৌড়ান্ত ভোটার তালিকায় উক্ত কেন্দ্রে দেখা গেছে মাত্র ২৪৩ ভোটার।
অথচ এই তালিকায় বান্দরকোনা পার্ট ২ থেকে ৩০৯ জন এবং তেঘরিয়া রেভিনিউ ভিলেজ থেকে ১০০ জন ভোটার নেওয়া হয়েছে।
মোট ভোটার ৪০৯ হওয়ার কথা, কিন্তু ফাইনাল ভোটার তালিকায় মাত্র ২৪৩ জন ভোটারের নাম অন্তর্ভুক্ত হয়েছে।
এতেই প্রমাণ হয়, ইচ্ছাকৃত ভাবে অনিয়ম করেছেন নির্বাচন আধিকারিকরা।
উক্ত কেন্দ্রের ভোটারের সাথে অন্য জিপির ভোট যোগ করে নতুন একটি কেন্দ্র তৈরি করা হয়েছে, আর এই কেন্দ্রের নাম দেওয়া হয়েছে ১০৬৩ নম্বর কাজী নজরুল ইসলাম এলপি ঙ্কুল।
এছাড়াও এই জিপির ৭নম্বর ওয়ার্ড ১৭৪৩ জন ভোটার দিয়ে তৈরী করা হয়েছে।
ভোটারদেরকে জেভাবে বিভ্রান্তি করা হয়েছে এটা মোটেই সমীচীন নয়। তাই জনগণ সিদ্ধান্ত নিয়েছেন, পুনরায় ডিলিমিটেশন করে ভোটার তালিকা ঠিক করা না হলে তারা ভোট বয়কট করবেন।