গণআওয়াজ, শিলচর : আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা শহিদ দিবসে উন্মোচন হচ্ছে বিডিএফ সুপ্রিমো প্রদীপ দত্তরায়ের লেখা প্রবন্ধ সংকলন “এখনো কাঁদছে স্বর্ণগর্ভা বরাক “।
ক্লাবরোড ইলোরা হোটেল ভবনে বিকেল সাড়ে পাঁচটায় পুস্তকটির আবরণ উন্মোচন হবে।
লেখক এই সংকলনে বরাক উপত্যকার সমস্যা উত্তরণের দিক নিয়ে সুগভীর আলোচনা ছাড়াও বরাকের জ্বলন্ত সমস্যাগুলি তুলে ধরার প্রয়াস করেছেন।
সফল নেতাদের নেতৃত্ব গুণের পাশাপাশি বিফল নেতাদের নিষ্কর্ম অবস্থানেরও ইতিবাচক সমালোচনা করেছেন তিনি।
এই পুস্তকটি যথেষ্ট সমাদৃত হবে বলে আশাবাদী দত্তরায়।
এর আগে তাঁর আরও একটি প্রথম প্রবন্ধ সংকলন” উপেক্ষিত বরাক” পাঠক মহলে জনপ্রিয়তা লাভ করে। “এখনো কাঁদছে স্বর্ণগর্ভা বরাক” এটি তাঁর দ্বিতীয় প্রবন্ধ সংকলন।