শম্ভু দাস, শিলাপাথর : শিলাপাথরে ঘাগরা ও ডিমৌ নদীর তাণ্ডব অব্যাহত। ধারাবর্ষণে ওভার ফ্লো হয়ে দুটি নদীর জলে মুক্তিয়ার গাঁওপঞ্চায়েতের বহু গ্রাম প্লাবিত হয়েছে।
পঞ্চায়েতের শিয়ালচাপড়ি, ২য় আর্নেচাপরী, মুক্তিয়ার গ্রাম, কাকবাড়ি, কুলিবাজার, ২য় ভৈরবপুর, চিলাবালী গ্রামের সর্বত্র শুধু জল আর জল।
চিলাবালী গ্রামের রাস্তাঘাট, দোকানপাট, কৃষিজমি সর্বত্রই বন্যার প্রভাব। অঞ্চলের শতাধিক মাছ চাষের পুকুরের চিহ্নগুলিও অদৃশ্য হয়ে হয়ে গেছে।
বন্ধ হয়ে পড়েছে ভৈরবপুর-কুলিবাজার সড়কে মানুষ চলাচল। পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বিজেপি শিলাপাথরের এক প্রতিনিধি দল এলাকা পরিদর্শন করেন।
মণ্ডল সভাপতি গঙ্গা পেগুর নেতৃত্বাধীন এই দল বন্যার্তদের সাথে কথা বলে তাদের ক্ষয় ক্ষতি সম্পর্কে অবগত হন।