গৌহাটি, ২৭ সেপ্টেম্বর : বুধবার আসামে ফের পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই) এর বিরুদ্ধে অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
এর আগের দেশব্যাপী অভিযান চালিয়ে ইডি ১৭০ জনের বেশী মৌলবাদী সংগঠন পিএফআইর সদস্যকে গ্রেফতার করে ইডি।
দেশব্যাপী এই অভিযানে আসামের বরাক উপত্যকা সহ দক্ষিণ কামরূপ, বারপেটা, মঙ্গলদাই এবং বারপেটা থেকেও মৌলবাদী সংগঠন পিএফআই-এর আট কর্মীকে গ্রেফতার করে ইডি।
গ্রেফতারকৃতরা হল খুরশেদ আলম, শহিদুল ইসলাম, রুহুল আমিন, সদাগর আলী, সালেমা ইয়াসমিতা, রফিকুল ইসলাম ও আসিক ইকবাল।
ইডি সুত্রের খবর অনুসারে, মৌলবাদী সংগঠন পিএফআই গত জুলাই মাচে বিহারের রাজধানী পাটনায় একটি সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও নিশানা করেছিল।
এই অপারেশনটির নাম দিয়েছিল ‘অপারেশন অক্টোপাস’। ধৃতদের জিজ্ঞাসাবাদের পর আজ ফের আসামে অভিযান চালায় ইডি।
এদিকে আসামের দরং জেলার মৌলবাদী সংগঠন পিএফআই-র এক সক্রিয় কর্মী আনিস আহমেদকে দলগাঁও থেকে গ্রেফতার করে পুলিশ। জানাগেছে আনিস ২০১৫ থেকে ২০১৬ পর্যন্ত পিএফআই-র দরং জেলার সভাপতির দায়িত্বে ছিল।
এছাড়াও আনিস বর্তমানে আসম ইমাম এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং জমিয়ত উলেমা হিন্দের সর্বভারতীয় কার্যনির্বাহক কমিটির সদস্যের দয়ায়িত্বে রয়েছে।
যদিও আনিস পুলিসকে জানিয়েছে সে আগে জেলা সভাপতি ছিল, কিন্তু পদত্যাগ করেছে। তবে এসম্পর্কে পুলিসের কাছে কোন তথ্য নেই বলে পুলিশ সূত্রে জানাগেছে।
বর্তমানে আনিস দলগাঁও পুলিশ হেফাজতে।