শিলচর ১১ আগস্ট, ২০২২ ইংঃ মাদ্রাসায় জেহাদি কার্যকলাপ ইস্য করে লাগামহীন দ্রব্যমুল্য বৃদ্ধি এবং জলন্ত সমস্যা থেকে প্রতারিত করতে পরিকল্পিত ভাবে নতুন নাটক রচনা করেছে রাজ্যের শাসক দল বিজেপি এবং এআইইউডিএফ।
বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট নেতা প্রদীপ দত্তরায় দুটি দলকে আজ এভাবে আক্রমণ করে বলেন, যেসব মাদ্রাসায় জেহাদিদের গতিবিধির প্রমান পাওয়া গিয়েছে এবং যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করুক সেটা বিডিএফও চায়।
কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই যেখানে বলেছেন ৯৯ শতাংশ মুসলিমই এসবের সাথে যুক্ত নন এবং তারাই এই ব্যাপারে সরকারকে সতর্ক করে থাকেন। তবে কেন বার বার বিতর্কের সৃষ্টি করা হচ্ছে প্রশ্ন তুলেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট নেতা দত্তরায়।
সোনাই এইআইইউডিএফ বিধায়ক করিম উদ্দিন বরভুইয়ার কঠোর সমালোচনা করে বলেন, তিনি হলেন বিজেপির এজেন্ট।
শাসকদল জেহাদী ইস্যুতে বাজার গরম রাখার দায়িত্ব তাঁকে দিয়েছে। নথি জালিয়াতি মামলায় জড়িয়ে মুখ্যমন্ত্রীর শরণাপন্ন হওয়া বিধায়ক করিম জেহাদি ইস্যুতে বিজেপি মন্ত্রিদেরকে চ্যলেঞ্জ করছেন।
বিডিএফ মুখ্য আহ্বায়ক সন্দেহ প্রকাশ করে বলেন, এসবের পেছনে বিজেপিরই মদত রয়েছে বাজার সরগরম করে যাতে দ্রব্যমুল্য বৃদ্ধি এবং জলন্ত সমস্যা থেকে সাধারণ মানুষের মন ঘুরিয়ে দেওয়া যায়।
কেন্দ্রীয় সরকার চিড়ে মুড়ি থেকে শুরু করে রান্নার গ্যাস সহ সমস্ত সামগ্রীর যেভাবে মুল্যবৃদ্ধি করে চলেছে তাঁতে তাতে সাধারণ নাগরিকের নাভিশ্বাস উঠছে।
বরাকের সমস্যা নিয়ে সরকারের কঠোর সমালচনা করে বলেন, একই সময়ে রাজ্যের বিভিন্ন জেলায় নতুন মেডিক্যাল কলেজের প্রস্তাব অনুমোদিত হয়, সব জেলায়ই কাজ অর্ধেকের বেশি এগিয়ে গেছে। কিন্তু করিমগঞ্জ মেডিক্যাল কলেজের কোন খবর নেই।
মহাসড়ক, মাল্টি মডেল লজিস্টিক পার্ক, বিবেকানন্দ সাংস্কৃতিক কেন্দ্র, আই টি পার্ক এসবের কাজ কবে শেষ হবে কেউ জানেনা।
বরাকে বেকার সমস্যা ভয়াবহ আকার নিয়েছে, অথচ এ ব্যাপারেও সরকার বরাকের প্রতি বৈষম্য করছে।
আসামের রাজধানী যখন শিলং ছিল সেই সময় সিভিল সার্ভিসে বাঙালি আধিকারিকদের সংখ্যা যা ছিল আজ তার থেকে ১৫ শতাংশ বাঙালিও এইসব পদে নিয়োগ পাচ্ছেন না। প্রদীপ দত্তরায় এইউডিএফ,বিজেপির এসব পরিকল্পিত ফাঁদে পা না দিয়ে আগামীতে কি করা উচিত তা নিয়ে সঠিক চিন্তাভাবনা করে উপযুক্ত বিকল্প পথ সন্ধানে মুসলিম জনগোষ্ঠীর প্রতি আহ্বান জানান।