করিমগঞ্জ দুল্লভছড়া প্রতিনিধি, ১১ আগস্ট, ২০২২ ইংঃ স্বাধীনতার ৭৫ বছর পূতী উপলক্ষে নেহেরু যুব কেন্দ্র ও গ্লোবাল ইনস্টিটিউট অফ ফিউচার টেকনোলজি কালচার এর ব্যবস্থাপনায় দুল্লভছড়া বিশ্ব ইন্দু পরিষদের কার্যালয় প্রাঙ্গনে প্রতিযোগিতা মূলক অনষ্টানের মাধ্যমে দিনটি পালন হয়।
প্রদীপ প্রজ্বলিত করে অনুষ্ঠানের সূচনায় করেন আইনজীবী মৃত্যুঞ্জয় নাথ, দুল্লভছড়া স্পোর্ট কমিটির সম্পাদক চন্দ্রকান্ত সিনহা, শিক্ষক রামা শঙ্কর রবিদাস, ও শান্তনু কর।
কুইট ইন্ডিয়া মোভমেন্ট এর মূল বিষয় বস্তু নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন রাজদীপ রায় ও শান্তনু কর। প্রতিযোগিতায় এস এস মেমোরিয়াল স্কুল, সরস্বতী বিদ্যানিকেতন ও গ্লোবাল ইনস্টিটিউট অফ ফিচার টেকনোলজির ছাত্রছাত্রীরা অংশ গ্রহণ করেন।
স্কুলের ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে শুভযাত্রাও বের করা হয়। এরপর অনুষ্ঠিত হয় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে চিত্র অংকন প্রতিযোগিতা ।
প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেন শিবা হরিজন, দ্বিতীয় স্থান গায়ত্রী দেবী, ও তৃতীয় স্থান প্রীতম দেবনাথ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরব দেব, অভিজিৎ শাহ, সন্দীপ কর, চন্দ্রিমা পান্ডে, বিশ্বজিৎ দেব, অভিজিৎ বিশ্বাস।
সমাপ্তি অনুষ্ঠানে শিক্ষক বিশ্বজিৎ সিনহা আজাদী কা অমৃত মহোৎসব ও স্বচ্ছতার উপর বক্তব্য রাখেন।