বৃহস্পতিবার অসম সফরে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, কর্মসূচিতে ধুবড়ি মেডিক্যাল সহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস

Spread the love

গুয়াহাটি, ১১ অক্টোবর : দু-দিনের সফরসূচি নিয়ে বৃহস্পতিবার গুয়াহাটি আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই সফরসূচির সময় রাষ্ট্রপতি রাজ্যে বিভিন্ন সরকারি কার্যসূচিতে অংশগ্রহণ করবেন।

গুয়াহাটি পৌঁছেই এদিন রাষ্ট্রপতি গুয়াহাটি আইআইটিতে উপস্থিত হয়ে পরম কামরূপ সুপার কম্পিউটার এবং সমীর শীর্ষক উচ্চক্ষমতা সম্পন্ন সক্রিয় এবং পরোক্ষ উপাদানের পরীক্ষাগারের উদ্বোধন করবেন।

উল্লেখ্য, উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে গুয়াহাটিতে এই প্রথম পরম কামরূপ সুপার কম্পিউটার কেন্দ্রের সূচনা হচ্ছে। গুয়াহাটি আইআইটি থেকেই ওই দিন রাষ্ট্রপতি ভার্চুয়াল

ব্যবস্থার মাধ্যমে ধুবড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের উদ্বোধন এবং ডিব্ৰুগড় ও জব্বলপুরে দুটি আঞ্চলিক ভাইরোলজি কেন্দ্রের শিলান্যাস করবেন।

বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রপতি আসাম প্রশাসনিক মহাবিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন । সফরসূচির দ্বিতীয় দিন শুক্রবার রাষ্ট্রপতি ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে রাজ্য সরকারের পূর্বঘোষিত ৩ হাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং সৌভাগ্য অভিযানের অধীনে রাজ্যের চা-বাগান অঞ্চলে ১০০টি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি মুর্মু। শুক্রবারই গুয়াহাটির শ্রীমন্ত শংকরদেব কলাক্ষেত্র থেকে ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে শিলচরের ময়নারবন্দে অবস্থিত অয়েল ইন্ডিয়ার রেইল-ফেড পেট্রোলিয়াম স্টোরেজ ডেপোর উদ্বোধন করবেন। একইসঙ্গে তিনি রাজ্যের বেশ কয়েকটি অঞ্চলে নির্মিত জাতীয় সড়কেরও সূচনা করবেন তিনি ।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token