করিমগঞ্জে ১০ টি ওভারলোড লাইমস্টোন বোঝাই ডাম্পার আটক পরিবহন বিভাগের

Spread the love

জুলি দাস

করিমগঞ্জ, ১১ অক্টোবর : মেঘালয় থেকে আসা ওভারলোড লাইমস্টোন বোঝাই ১০ টি ডাম্পার আটক করেছে পরিবহন বিভাগ। এরমধ্যে কয়েকটি গাড়ি দিগরখাল থেকে আসছিল। জেলা পরিবহন আধিকারিক সাহাব উদ্দিন তাপাদার সহ এনফোর্সমেন্ট আধিকারিক এবং কর্মীরা অভিযান চালিয়ে এগুলি আটক করেন।

ডিটিও মঙ্গলবার বলেছেন, এগুলো পরিবহন বিভাগের রুটিন মাফিক কাজ। গাড়িগুলি ওভারলোডেড ছিল। যথারীতি জরিমানা আদায় করা হবে।

   করিমগঞ্জে দীর্ঘদিন থেকে লাইনস্টোন বোঝাই গাড়ি চলাচল করছে। মেঘালয় থেকে গাড়িগুলি এসে বাংলাদেশে রফতানি হয়। তবে কয়েকটি গাড়ি ধর্মনগর সহ অন্যত্র যায়। নিয়ম অবজ্ঞা করে গাড়িগুলি চলাচল করে বলে অভিযোগ রয়েছে। মেঘালয় থেকে আসা লাইমস্টোন বোঝাই গাড়িগুলি বেশিরভাগই ওভারলোড থাকে। এছাড়া অনেক গাড়ির নাম্বার থাকে না। কাগজপত্রও অনেক গাড়ির নেই বলে অভিযোগ পাওয়া গেছে। রাজনৈতিক ছত্রছায়ায় তা অবাধে চলছে দীর্ঘদিন থেকে।

দীর্ঘদিন থেকে এসব চলে আসলেও কোনো অজ্ঞাত কারণে নীরব ভূমিকা পালন করে আসছে সংশ্লিষ্ট সরকারি বিভাগগুলো। ফলে ওভারলোডেড লাইমস্টোন বোঝাই গাড়িগুলি দিব্যি চলছে। এক ম্যানেজ ফর্মুলায় এসব চলে আসছে।

   তবে অনেক দেরীতে হলেও ওভারলোডেড লাইমস্টোন বোঝাই লরিগুলির বিরুদ্ধে পদক্ষেপ নিতে মাঠে নেমেছে পরিবহন বিভাগ। মঙ্গলবার অভিযান চালিয়ে মোট ১০ টি লাইনস্টোন বোঝাই ডাম্পার আটক করেছে পরিবহন বিভাগ। সবগুলি ডাম্পারে মারাত্মক ওভারলোড ছিল।

জেলা পরিবহন আধিকারিক সাহাব উদ্দিন তাপাদারের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। তবে এই অভিযানকে আলাদা করে গুরুত্ব দিতে নারাজ ডিটিও তাপাদার। তিনি বলেছেন, পরিবহন বিভাগের রুটিন অভিযানের অঙ্গ এটি। বিশেষভাবে কোনো অভিযান চালানো হয়নি। যে সব গাড়িগুলিতে ওভারলোড ছিল, সেই সব গাড়িগুলি থেকে পরিবহন বিভাগের নিয়ম অনুযায়ী জরিমানা আদায় করা হবে।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token