নতুন পেনশন নীতি চালু সহ বিভিন্ন দাবিতে করিমগঞ্জে অবস্থান ধর্মঘট রেল মজদুর ইউনিয়নের

Spread the love

জুলি দাস

করিমগঞ্জ, ১২ অক্টোবর : পুরনো পেনশন নীতি চালু সহ বিভিন্ন দাবিতে করিমগঞ্জে অনশন ধর্মঘট পালন করল অল ইন্ডিয়া রেলওয়ে মজদুর ইউনিয়ন।

দেশের বিভিন্ন প্রান্তের আন্দোলন কার্যসূচির অংশ হিসেবে করিমগঞ্জে ৬ ঘন্টার অনশন ধর্মঘট পালন করেন মজদুর ইউনিয়নের কর্মকর্তারা।

দাবির সমর্থনে বক্তব্য রাখেন ইউনিয়নের করিমগঞ্জ শাখার সভাপতি মান্না দাস, সম্পাদক সমরেশ রুদ্রপাল, ডিআরএম শাখা সম্পাদক রবীন্দ্র নাথ প্রমুখ। এছাড়াও অন্যান্য কর্মকর্তারা আন্দোলনে সামিল হয়েছিল। বিভিন্ন প্লেকার্ডও ছিল অনশন ধর্মঘটস্থলে।

   বক্তারা বলেন, নতুন পেনশন নীতি চালু হওয়ার ফলে রেল কর্মচারীরা মারাত্মক সমস্যায় পড়েছেন। কারণ ২০০৪ সালের পর যারা চাকুরীতে যোগ দিয়েছেন, তারা অবসর গ্রহণের পর পেনশন পাবেন নামমাত্র।

এ নিয়ে ভরণপোষণ তো দূরের কথা, মোবাইল রিচার্জেই চলে যাবে পেনশনের টাকা। ফলে ভবিষ্যৎ নিয়ে এখন থেকেই চিন্তিত রেল কর্মচারীরা।

নতুন পেনশন নীতি বাতিল করে পুরনো পেনশন নীতি চালু করার জন্য দাবি জানানো হয়। বক্তারা আরো বলেন, অতিমারি করোনার ভয়াবহতার সময় ১৮ মাস ডিএ দেওয়া হয়নি রেল কর্মচারীদের। অথচ ঝুঁকি নিয়ে কাজ করতে হয়েছে কর্মচারীদের। বকেয়া ডিএ অতিসত্বর মিটিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন ইউনিয়নের পদাধিকারীরা।

   মজদুর ইউনিয়নের নেতৃস্থানীয়রা নিজেদের বক্তব্যে কর্মচারীদের সংখ্যা অনেক কম থাকায় সমস্যা হচ্ছে বলে জানান। তারা বলেন, রেল কর্মচারীদের সংখ্যা অনেক কম। কারণ অনেক শূন্য পদ রয়েছে। দীর্ঘ বছর ধরে সেই শূন্য পদগুলো পূরণ করা হচ্ছে না।

কাজের অতিরিক্ত চাপ নিয়ে চলছেন কর্মচারীরা। পরিবারকে ঠিকমতো সময় দেওয়া সম্ভব হচ্ছে না। অতিরিক্ত কাজের বোঝায় অনেক কর্মচারী আত্মহত্যা পর্যন্ত করেছেন। কর্মচারীদের অতিরিক্ত কাজের বোঝা কমাতে শূন্য পদগুলি শীঘ্র পূরণ করার দাবি জানানো হয়েছে অনশন মঞ্চ থেকে। দাবির সমর্থনে ঘন ঘন স্লোগান দেওয়া হয়।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token