বিজেপির বাঙালি বিদ্বেষী এজেন্ডার শিকার হয়েছেন সৌরভ : বিডিএফ

Spread the love

শিলচর, ১৩ অক্টোবর : বাঙালি বিরোধী রাজনীতির শিকার হলেন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতির পদ থেকে অপসারন করা হল ভারতের ক্রিকেট আইকন সৌরভ গাঙ্গুলিকে।

শুধু ক্রিকেটার এবং ভারতীয় দলের অধিনায়ক হিসেবে নয় একজন ক্রিকেট প্রশাসক হিসেবেও সৌরভ গাঙ্গুলির অবদান উল্লেখযোগ্য।

বিভিন্ন বিতর্কে ভারতীয় ক্রিকেট যখন জর্জরিত হয়ে পড়ে সেইসময় বিসিসিআই সভাপতি হিসেবে দেওয়া হয় সৌরভ গাঙ্গুলিকে দায়িত্ব দিয়েছিল। তাঁর কর্মদক্ষতায় শুধু ভারতীয় ক্রিকেটের রাহুমুক্তি নয় বোর্ডের ভাবমূর্তিও উজ্জ্বল হয়ে ওঠে।

কিন্তু রাজনীতিতে যোগ না দেওয়ায় তাঁকে অপসারণ করা। এই বিষয়টি ভারতের সমস্ত বাঙ্গালিকে আহত করেছে।

তার আঁচড় লেগেছে বরাকের বাঙালির গায়েও। বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট (বিডিএফ) সরাসরি কেন্দ্রের বিজেপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে আঙ্গুল তুলেছে।

অমিত শাহ সৌরভ গাঙ্গুলি বিজেপিতে যোগ দিতে বলেছিলেন, কিন্তু তিনি তা সরাসরি প্রত্যাখ্যান করেন। তাই নিজের পুত্র জয় শাহ সম্পাদক পদে দ্বিতীয়বারের মত বোর্ডে বহাল থাকলেও সৌরভ গাঙ্গুলিকে সরিয়ে দেওয়া হয়।    

বিডিএফ নেতা দেবায়ন এর পেছনে বিজেপির বাঙালি বিরোধী মনোভাবকে দেখছেন। বিডিএফ যুব ফ্রন্টের আহ্বায়ক বাহার আহমেদ চৌধুরী খেলার মাঠে রাজনীতির অনুপ্রবেশের নিন্দা ও ধিক্কার জানান। প্রধানমন্ত্রী এ ব্যাপারে সতর্ক থাকার আবেদন জানানোর পরও বারবার ক্রীড়াক্ষেত্রকে বিজেপি কলুষিত করছে বলে অভিযোগ এনে ক্রীড়া প্রেমিদেরকে প্রতিবাদে এগিয়ে আসার আহ্বান জানান বাহার।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token