শালচাপড়া, ১৩ অক্টোবর : শালচাপড়া রেলওয়ে গুডস ইয়ার্ডে একের পর এক অসামাজিক কার্যকলাপ পন্য চুরির ঘটনায় জর্জরিত হয়ে আজ উদীয়মান ট্রাক ওনার অ্যাসোসিয়েশন গ্রাম পঞ্চায়েতের সভাগৃহে প্রতিবাদী সভায় মিলিত হন।
দীর্ঘ আলোচনার পর সভায় সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় একটি নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এই কমিটি রেলওয়ে ইয়ার্ডের মার্চেন্ট সহ শালচাপড়া রেলওয়ে ইয়ার্ডে ট্রাক অনার্স পরিচালিত সবক’টি কমিটিকে বিষয়টি সম্পর্কে অবগত করাবে।
এছাড়াও ভবিষ্যতে এরকম অসামাজিক কার্যকলাপ, পণ্য চুরি প্রতিরোধে সিসিটিভি লাগানো সহ অসামাজিক কাজে লিপ্ত ব্যক্তিদেরকে আইনের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
এই সভায় সভাপতিত্ব করেন অসীম দাস।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শালচাপড়া গ্রাম পঞ্চায়েত সভানেত্রীর প্রতিনিধি আতাউর রহমান বড়ভূঁইয়া, আঞ্চলিক পঞ্চায়েত যোগেন্দ্র কুমার সিনহা, প্রাক্তন গ্রাম পঞ্চায়েত মিনহাজ উদ্দিন বড়ভূঁইয়া, সমাজসেবী আদিত্য গিরি সিনহা, মোস্তফা আহমেদ বড়ভুইয়া, আব্দুল কালাম লস্কর, আজমল হোসেন লস্কর, এনাম উদ্দিন লস্কর, গুলে লস্কর, সিদ্দিক আহমেদ, আমজাদ হোসেন লস্কর, মহরম আলী লস্কর সহ শালচাপড়া ও শ্রীকোনার আম জনগণ।