ধলাই, ১৬ অক্টোবর : ন্যাশনাল আয়ুশ মিশনের উদ্যোগে ও সিদ্ধি যোগকেন্দ্রের ব্যবস্থাপনায় এক স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় ধলাইয়ে।
রবিবার জীবনগ্রাম এম ই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত স্বাস্থ্য পরীক্ষা শিবিরে মোট ১৩ জন বিকলাঙ্গ মানুষের প্রাথমিক চিকিৎসা করেন জালালপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ডঃ অন্বেষা নাথ।
এদিন স্বাস্থ্য শিবিরে বিকলাঙ্গ মানুষ ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে মত বিনিময় করেন সক্ষমের রাজ্যিক সম্পাদক মিঠুন রায়।
তিনি শিবিরে উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বিকলাঙ্গ সার্টিফিকেট কিভাবে তৈরি করা ও কিভাবে সরকারি অনুদান গ্রহণ করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
তাছাড়া স্বাস্থ্য শিবিরে উপস্থিত শিশুদের মধ্যে পুষ্টিকর খাদ্য প্রোটিন পাউডার বিতরণ করা হয়। শিবিরে উপস্থিত বিকলাঙ্গ মানুষের প্রাথমিক চিকিৎসার পর পুষ্টিকর খাদ্য প্রোটিন পাউডার তুলে দেওয়া হয়।
এদিনের স্বাস্থ্য শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ন্যাশনাল আয়ুশ মিশনের কর্মকর্তা কৌশিক চৌধুরী ও সুস্মিতা পাল, কর্মায়ন সংস্থার সাধারণ সম্পাদক বিবেকানন্দ দাস, সাংস্কৃতিক সম্পাদক বিশ্বজিৎ মালাকার, কাছাড় মাল সমাজ কল্যাণ সমিতির কো-অর্ডিনেটর সঞ্জীব কুমার মাল, সভানেত্রী বিনতা মাল, জিতেন মাল, ধনীরাম রায় প্রমুখ।