দরং প্রতিনিধি : লোকসভা নির্বাচনের উত্তপ্ত হাওয়ার মধ্যেই শাসনাধীন দলের জনপ্রতিনিধির বিরুদ্ধে প্রতিবাদে সরব হলেন জনতা।
জানাগেছে বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া একটি রাস্তা তিন বছরেও মেরামত না করায় জনপ্রতিনিধির বিরুদ্ধে তাদের ক্ষোভের বহিপ্রকাশ হিসাবে এই প্রতীবাদ সাব্যস্ত করেন।
উল্লেখ্য যে পশ্চিম দরং-এর কাটাহীতে একটি ভাঙা বাঁশের সেতু রয়েছে, এই সেতুর উপর দিয়েই যাতায়াত করেন বৃহত্তর অঞ্চলের মানুষ।
২০২২ সালের এক প্ৰলয়ংকারী বন্যায় ক্ষতিগ্রস্ত করেছিল কটাহী–গংগাপুখুরী রাস্তা এবং ভাসিয়ে নিয়েছিল সেতু৷
স্থানীয় জনপ্ৰতিনিধিকে বার বার কাকুতি মিনতি করার পরও আজ পর্যন্ত রাস্তাটি মেরামত এবং সেতুটি নির্মাণ করা হয়নি।
জনগণ কোন উপায় না পেয়ে শেষ পর্যন্ত বাঁশের সেতু তৈরি করে যাতায়াত করছেন।
কিন্তু প্রতি বছর বন্যায় ভাসিয়ে নিয়ে যায় এবং তারা এবার তৈরি করেন।
এতে ছাত্ৰছাত্ৰীদেরকে বিদ্যালয়ে যাওয়া-আসায় অসুবিধার সন্মুখিন হতে হচ্ছে।
এছাড়া এই অঞ্চলে জরুরীকালীন পরিসেবার কোন বাহনও প্রবেশ করতে না পারায় রুগী নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে এলাকার মানুষকে৷ তাই লোকসভা নির্বাচনের প্রাকমুহূৰ্তে এই বৃহত্তর অঞ্চলের মানুষ তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে প্রতীবাদ সাব্যস্ত করেন।