শিলচর, ১৬ অক্টোবর : বাল্যবিবাহ প্রতিরোধ করতে সচেতনার উদ্দেশ্যে রবিবার সমাজ কল্যাণ বিভাগের উদ্যোগে কাছাড়ের জেলা শাসকের কার্যালয়ের সামন থেকে এক মোমবাতি রেলি করা হয়।
রেলিটি গান্ধীভাগ পর্যন্ত গিয়ে ঘুরে আসে এবং কাছাড়ের জেলা শাসকের অফিসে এসে সমাপ্ত হয়।
রেলিতে অন্যান্যদের সাথে ছিলেন ডিডিসি রাজীব রায়, জেলা সমাজ কল্যাণ বিভাগের কো-অর্ডিনেটর অনুজা দাস।
রেলির সমাপ্তির আগে দু’জনে পৃথক পৃথক ভাবে উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে বলেন, বাল্যবিবাহ প্রতিরোধ করা জন্য আজ এই রেলি বের করা হয়েছে।
তাঁরা কোন গ্রামে বা শহরে বাল্যবিবাহ হলে গ্রামের পঞ্চায়েত বা মুখিয়া সহ প্রশাসনকে জানাবার জন্য অনুরোধ করেন।