জুলি দাস
করিমগঞ্জ, ২০ অক্টোবর : এবার যাত্রীবাহী ট্রেন থেকে জব্দ করা হয়েছে ১১০ বস্তা বার্মিজ সুপারি। পুলিশ ধরাধরি করলেও বার্মিজ সুপারী পাচার রোধ করা সম্ভবপর হচ্ছে না।
এবার যাত্রীবাহী ট্রেনে করে বার্মিজ সুপারি পাচারের পরিকল্পনা ভেস্তে দিল জিআরপিএফ। করিমগঞ্জ রেল স্টেশন থেকে আগরতলা-শিলচর যাত্রীবাহী ট্রেনে অভিযান চালিয়ে ১১০ বস্তা বার্মিজ সুপারি জব্দ করেছে জিআরপিএফ।
তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ ব্যাপারে একটি মামলা নথিভুক্ত করেছে জিআরপিএফ।অবৈধ বার্মিজ সুপারি নিয়ে কঠোর অবস্থান নিয়েছে সরকার।
বিভিন্ন জায়গায় এই ব্যবসার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হচ্ছে। গোপন সূত্রের ভিত্তিতে যেখানেই বার্মিজ সুপারির সন্ধান মিলছে, সেখানে অভিযান চালিয়ে সেগুলো জব্দ করা হচ্ছে।
সম্প্রতি নিলামবাজারের বাসিন্দা এক যুবককে এই ব্যবসার সঙ্গে জড়িত অভিযোগে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দেওয়া ভাষ্য মতে, ধৃত যুবক বার্মিজ সুপারির মাস্টারমাইন্ড।
কিন্তু সরকারের কড়া অবস্থান নেওয়ার পরও বার্মিজ সুপারি পাচার রোধ করা সম্ভবপর হচ্ছে না। বুধবার আগরতলা থেকে শিলচর আসা যাত্রীবাহী রেলে ধর্মনগর থেকে লোড করা হয় কয়েক বস্তা অবৈধ বার্মিজ সুপারি।
গোপন সূত্র এই খবর পেয়ে যায় জিআরপিএফ। ট্রেনটি করিমগঞ্জ স্টেশনে পৌঁছার পর রাত সাড়ে সাতটা নাগাদ ট্রেনে অভিযান চালায় জিআরপিএফ।
পুলিশ বাহিনী আগে থেকেই প্রস্তুত ছিল। তল্লাশি চালানোর পর ১১০ বস্তা বার্মিজ সুপারি পাওয়া যায়। তখন কাউকে পাওয়া যায়নি। বার্মিজ সুপারির মালিকানা কেউ দাবি করেনি জিআরপিএফ-এর কাছে।
বর্তমানে ১১০ বস্তা বার্মিজ সুপারি জিআরপিএফ-এর হেফাজতে রয়েছে। এ নিয়ে মামলা নথিভুক্ত করে তদন্ত চলছে। জিআরপিএফ-এর এক আধিকারিক জানিয়েছেন, সন্দেহজনকভাবে বার্মিজ সুপারিগুলো জব্দ করা হয়েছে। এর কোনো কাগজপত্র ছিল না। এবং কাউকে পাওয়া যায়নি।