হাইলাকান্দি, প্রতিনিধি : বিজেপি সরকারের বিভিন্ন দূর্ণীতির বিরুদ্ধে আওয়াজ তুলায় মূখ্যমন্ত্রী পরিকল্পিত ভাবে বিধায়ক কমলাক্ষের বিরুদ্ধে সিএম ভিজিল্যান্স লাগিয়েছেন।
হাইলাকান্দি কংগ্রেস ভবনে বিজয়া সম্মেলনীতে উপস্থিত হয়ে সমন্বয়ের বার্তা দিয়ে আহাদ তালুকদার এই অভিযোগ করেন।
করিমগঞ্জ জেলা কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান, লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের মনোনয়ন প্রত্যাশী আহাদ বিজয়া সম্মেলনে আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন।
তিনি বলেন, কংগ্রেস সর্বধর্ম এবং সর্ব জাতিকে সমান চোখে দেখে।
হাইলাকান্দি জেলা কংগ্রেসের এই বিজয়া সম্মিলনীর মাধ্যমে সমাজে সমন্বয়ের বার্তা ছড়িয়ে দিয়েছে। তিনি সবাইকে শুভেচ্ছা জানান।
দলীয় বিধায়ককে এভাবে হেনস্তা করায় নিন্দা ও ধিক্কার জানান আহাদ। তিনি বলেন, আসন্ন লোকসভা নির্বাচনে জনগণ এর উচিত জবাব দেবেন।