রূপক নাথ, মোহনপুর, ২৭ অক্টোবর : কাঠিগড়া সমষ্টির ভূবনেশ্বর নগর গ্রামে শ্রীশ্রী ভূবনেশ্বর সাধুঠাকুরের ১৫৩ তম আবির্ভাব মহোৎসব শ্রীধাম ভূবনেশ্বর নগরস্থ শ্রীপাট স্মৃতিমন্দিরে ৮ই কাত্তির ১৪২৯ বাংলা (২৬ অক্টোবর ২০২২ ইংরেজী) শুরু হয়েছে।
বুধবার সকাল ৯ ঘটিকা থেকে ১১ঘটিকা পর্য্যন্ত শ্রীমদ্ভাগবত পাঠ করেন বাংলাদেশর বিখ্যাত পণ্ডিত, শ্রীযুক্ত অনিল রাজকুমার।
সকাল ১১ ঘটিকা থেকে দুপুর ১২ ঘটিকা পর্য্যন্ত শ্রীশ্রী গোবরধন পূজা ও অন্নকুট মহোৎসব হয় অনুষ্ঠিত হয়।
এরপর শুরু হয় ভোগ আরতি অন্তে প্রসাদ। সন্ধ্যা ৬ ঘটিকা থেকে রাত ৯ ঘটিকা পর্যন্ত আরতি পরিবেশন করেন সুশীল সিংহ, নিখিল সিংহ ও গ্রামের যুবক-যুবতীরা।
৯ই কাত্তিক ১৪২৯ বাংলা (২৬ অক্টোবর ২০২২ ইংরেজী) ভোর ৫ ঘটিকায় মঙ্গল আরতি পরিচালনা করেন যুগল চরন, রাধাকান্ত, বিপিন সহ অন্যান্য ভক্তবৃন্দ।
সকাল ৭ ঘতিকায় শ্রীশ্রী ভূবনেশ্বর সাধুঠাকুরের চিত্রপট দ্বারা মহা সমারোহে নগর পরিক্রমা করা হয়।
সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ জয় প্রসাদ সিংহ (শিলচর মেডিকেল কলেজ), বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুম কুম সিংহ, (প্রাক্তন ডিরেক্টর শিক্ষা বিভাগ), বিজয় লক্ষী সিংহ (প্রাক্তন বিধায়িকা, ত্রিপুরা।
ধন্যবাদ জ্ঞাপন করেন স্মৃতি মন্দির কমিটির সাধারণ সম্পাদক পুতুল সিংহ। এদিন সন্ধ্যা ৬ ঘটিকায় উপস্থিত ছিলেন কাঠিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার।
১০ই কাত্তিক ১৪২৯ বাংলা (২৮ অক্টোবর, ২০২২ ইংরেজী) শুক্রবার পর্যন্ত চলবে এই উৎসব।
উৎসব উদযাপন কমিটির সভাপতি কৃষ্ণকান্ত সিংহ, সহ-সভাপতি- বিবেকানন্দ সিংহ, কালীপ্রসাদ সিংহ, কুসুম বাবু সিংহ, হরিপদ সিংহ। সম্পাদক- হরিদাস সিংহ, সহসম্পাদক-সুশীল সিংহ, নিখিল সিংহ, শান্ত সিংহ, হীরালাল সিংহরা অনুষ্ঠানকে সুন্দর ও সাফল্য করে তুলতে অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।