গণ আওয়াজ শিলচর, ১৪ আগস্ট, ২০২২ : স্বাধিনতার ৭৫ তম বছরকে ঘিরে আনন্দের জোয়ার সর্বত্র। শিলচরের সর্বোদয় পাঠশালার পড়ুয়াদের মধ্যেও এই আনন্দ অনুভত হয়।
তারাও হাতে জাতীয় পতাকা নিয়ে শোভাযাত্রায় বের হয়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, জয় হিন্দ শ্লোগানে শিলচরের আকাশ-বাতাস মুখরিত করে তুলে।
দেশের এক প্রত্যান্ত অঞ্চল শিলচরের এই সর্বোদয় পাঠশালার সুনাম রয়েছে সমস্ত বরাক জুড়ে।
সাধারণ ঘরের পড়োদের জন্য এই বিদ্যালয়টি আসামের গান্ধী নামে সর্বজন শ্রদ্ধেয় স্বাধিনতা সংগ্রামী সচিন্দ্র মোহন দত্ত (লাকু দা) স্থাপন করেছিলেন। উনার প্রতিষ্ঠিত অনুরূপ আরেকটি বিদ্যালয় রয়েছে শিলচরের শরতপল্লিতে।
আজাদিকা মহোৎসব ঘিরে স্বাধিনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে হর ঘর তিরঙ্গাজাত্রার এক বিশাল প্রভাতফেরীতে মিলিত ছাত্র ছাত্রীরা।
অত্যান্ত সুশৃঙ্খলভাবে এই শোভাযাত্রা বিভিন্ন পথ পরিক্রমা করে বিদ্যালয়ে এসে সমাপ্ত হয়। এই শোভাযাত্রাকে ঘিরে স্থানীয় জনসাধারণ, ছাত্র- শিক্ষকদের মধ্যে উৎসাহ পরিলক্ষিত হয়।