গণ আওয়াজ প্রতিনিধি, আগরতলা, ১৯ অগাস্ট, শুক্রবার : সন্দেহভাজন জঙ্গিদের গুলিতে গুরতর আহত হলেন উত্তর ত্রিপুরা জেলার শিমনাপুর বিওপির টহলরত এক বিএসএফ জওয়ান।
এই ঘটনাটি ঘটেছে ত্রিপুরা ও মিজোরামের ভারত-বাংলা সীমান্তের কাছে।
সন্দেহভাজন জঙ্গিরা বাংলাদেশের দিক থেকে বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায়।
বিএসএফ সূত্র জানিয়েছে, আহত জওয়ানকে হেলিকপ্টারে করে আগরতলায় স্থানান্তরিত করা হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিওপির বিএসএফ জওয়ানরা প্রতিদিনের মতো আজ সকালে সীমান্তে টহল দিচ্ছিলেন, সেই সময় হঠাৎ, জঙ্গিরা নিরাপত্তা কর্মীদের উপর গুলি চালাতে শুরু করে এবং একজন সেনা গুরুতর আহত হয়।
বিএসএফ জওয়ানরাও পাল্টা হামলা চালায়, ফলে চরমপন্থীদের দলটি তাদের আস্তানায় পালিয়ে যায়।
এ ঘটনার খবর পেয়ে উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান।
বিএসএফের ডিআইজিও হেলিকপ্টারে করে ঘটনাস্থল পরিদর্শন করেন।
এর বিএসএফ ওই এলাকায় চিরুনি অভিযান শুরু করেছে। আহতর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
তবে জঙ্গিরা কোন দলের সদস্য তা এখনো জানা যায়নি।