খোকন রায়, হাইলাকান্দি, ১৪ সেপ্টেম্বর: গোটা রাজ্যের সঙ্গ সঙ্গতি রেখে মহাপুরুষ শ্রী শ্রী মাধবদেবের তিরোধান দিবস উদযাপন করা হয়েছে হাইলাকান্দিতেও।
বুধবার সন্ধ্যায় হাইলাকান্দির নামঘর প্রাঙ্গণে বিভিন্ন কার্যসূচিতে দিনটি পালন করা হয়। বিশাল সুদৃশ্য মঞ্চ তৈরি করা হয় নামঘর ও অসম সাহিত্য সভার কার্যালয়ের সামনে।
নামঘরের ভিতর, বাইরের অংশ সাজিয়ে তোলা হয়। সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন করেন জেলার বিদ্যালয় সমূহের পরিদৰ্শক ড. হীরালাল বরা।
তোরণ উদ্বোধন করেন জেলা পরিষদের সিইও জয়দীপ শুক্লা। শ্রী শ্রী মাধবদেবের তিরোধান দিবসে নামঘর প্রাঙ্গনে সন্ধ্যায় করা হয় বৃক্ষরোপণ। বৃক্ষরোপণ করেন নামঘর কমিটির সম্পাদক জ্যোতিষ ডেকা সহ অন্যান্যরা।
পরে সন্ধ্যা থেকেই শুরু হয় দিহানাম নামকীর্তন। নগাঁও থেকে আগত প্রদ্যুৎ বরা ও তার সহশিল্পীদের কণ্ঠে পরিবেশিত হয় দিহানাম। রাত নয়টা অবধি চলে শ্রী শ্রী মাধবদেবের তিরোধান তিথি উপলক্ষে দিহানাম।
প্রদ্যুৎ বরার সুমধুর কণ্ঠে দিহানাম শুনতে অসমিয়াদের পাশাপাশি স্থানীয় বাঙালিরাও উপস্থিত হন। তবে মাধবদেবের তিরোধান তিথি উপলক্ষে আয়োজিত এদিনের অনুষ্ঠান যেন কিছুটা খেই ছাড়া, পরিকল্পনাহীন ছিল।
অনেকটাই ব্রাত্য রাখা হয় হাইলাকান্দি শ্রী শ্রী শঙ্করদেবের নামঘর সেবা সমিতির সভাপতি অধ্যাপক অরবিন্দ খারকেটারি, নামঘর সেবা সমিতির উপদেষ্টা খৈরুদ্দিন আহমদ সহ অসম সাহিত্য সভাকে। এনিয়ে অনুষ্ঠানে কিছুটা ফিসফিসানি শোনা যায়। কারণ শ্রী মাধবদেবের তিরোধান তিথিতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হাইলাকান্দি, লালা ও কাটলিছড়ার সার্কল অফিসার, জেলা পরিষদের সিইও, বিদ্যালয় সমূহের পরিদৰ্শক, স্থানীয় ইন্দ্রকুমারী বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ সহ অনুষ্ঠানে আসা অনেককেই উত্তরীয় পরিয়ে সংবর্ধিত করা হয় সেবা সমিতির পক্ষ থেকে।