বিতর্কিত মদ নীতিকে কেন্দ্র করে মনীশ শিশুদিয়ার বাড়িতে সিবিআইর তল্লাশি

Spread the love

গণ আওয়াজ অনলাইন ডেক্স, ২০ অগাস্ট, শনিবার : দিল্লির আম আদমি পার্টি সরকারের বিতর্কিত মদ নীতির সাথে যুক্ত অভিযোগে উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার বিরুদ্ধে দিল্লিতে একাধিক অভিযানে নেমেছে সিবিআই।  

দিল্লিতে সিসোদিয়ার বাড়ি ছাড়াও, সিবিআই সাতটি রাজ্য জুড়ে ২০ জায়গায় অভিযান চালিয়েছে।

প্রাক্তন আবগারি কমিশনার এ গোপীকৃষ্ণের দমন ও দিউতেও তল্লাশি চালানো হয়।

তদন্ত সংস্থা একটি এফআইআর দায়ের করে নতুন দিল্লির আবগারি নীতিতে দুর্নীতির অভিযোগের তদন্তে নামে।

অরবিন্দু কেজরিওয়াল নেতৃত্বাধিন সরকার গত বছর নভেম্বরে নতুন মদ নীতি চালু করেছিল এবং এই নীতির অধীনে মদের দোকানের লাইসেন্সগুলি বেসরকারী খেলোয়াড়দের কাছে হস্তান্তর করা হয়েছিল।

মণীশ সিসোদিয়া এক টুইটে লিখেছেন, সিবিআই আমার বাসভবনে রয়েছে। আমি তদন্ত সংস্থাকে সহযোগিতা করব, তারা আমার বিরুদ্ধে কিছু পাবে না।

তাঁর অভিযোগ, স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে দিল্লি সরকারের চমৎকার কাজে কেন্দ্রীয় সরকার সমস্যায় রয়েছে।

তাই দুই দপ্তরের মন্ত্রীদের টার্গেট করা হয়েছে।

দিল্লির মুখ্যমন্ত্রী আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল টুইটে লিখেছেন, সিবিআইকে স্বাগতম। সার্বিক সহযোগিতা করব।

অতীতেও অনেক পরীক্ষা-অভিযান হয়েছে, কিন্তু কিছুই বের হলো না। এখনও কিছুই বের হবে না।

কেজরিওয়াল এর আগে ভবিষ্যদ্বাণী করেছিলেন, কেন্দ্রীয় সংস্থাগুলির দ্বারা তদন্তের পরবর্তী লাইনে মণীশ সিসোদিয়া থাকবেন।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token